বিক্রম ব্যানার্জী: বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এক উপাধ্যক্ষ। বাড়ি থেকে বেড়িয়ে রাস্তায় উঠতেই তাকে অনুসরণ করতে শুরু করে দুই যুবক। স্কুলের কাছাকাছি আসতেই ফাঁকা রাস্তায় তার ওপর গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। হামলাকারীদের গুলি সোজা গিয়ে মাথায় লাগে তার, তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন সাবাবুল নামক ওই ব্যক্তি(Vice principal murder)। ঘটনাস্থল উত্তরপ্রদেশের মোরাদাবাদ। জানা গেছে, মোরাদাবাদের ফজলপুরের শ্রী সাই স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন তিনি।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের পর এবার হাসপাতালে ধর্ষণের শিকার নার্স
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। অন্যান্য দিনের মতোই সকাল 8 টা নাগাদ স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন উপাধ্যক্ষ সাবাবুল। ঠিক সেই সময়ে তার পেছন নেয় দুই বাইক আরোহী। প্রথমদিকে কিছুই বুঝে উঠতে পারেননি ওই ব্যক্তি। বেশ কিছুটা হেঁটে স্কুলের সামনে আসতেই তার ওপর গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলি খেয়ে সাথে সাথেই মাটিতে পড়ে যান ওই ব্যক্তি। যেই দৃশ্য রাস্তায় থাকা সিসিটিভিতে ধরা পড়েছে।
আহত অবস্থায় একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তার কাছে ছুটে যান স্থানীয়রা। পরিস্থিতি বেগতিক জেনে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গুলি শরীরের গভীরে প্রবেশ করায় হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল সাবাবুলের। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। মোরাদাবাদের সুপারিনটেনডেন্ট রণবিজয় সিং বলেন, গোটা ঘটনার তদন্ত চলছে, দুষ্কৃতীদের খুব শীঘ্রই খুঁজে বের করা হবে।