Dubrajpur Rape Attempt: নাবালিকাকে রাস্তাতেই গণধর্ষণের চেষ্টা দুবরাজপুরে, চাঞ্চল্য এলাকায়

Published On:

Dubrajpur Rape Attempt: সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত নাবালিকা। রাস্তাতেই মুখে কাপড় বেঁধে ধর্ষণের চেষ্টা (Rape Attempt) স্থানীয় দুই যুবকের। নাবালিকার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা৷ স্থানীয়দের তৎপরতায় পলাতক দুই অভিযুক্ত। ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বীরভূমের দুরবাজপুরে (Dubrajpur)।

জানা গিয়েছে, সোমবার বিকালে টিউশন পড়তে গিয়েছিল মেয়েটি। সন্ধ্যা নাগাদ বান্ধবীর সঙ্গে টিউশন পড়ে ফিরছিল আক্রান্ত নাবালিকা। রাস্তায় সে বান্ধবীর থেকে কিছুটা এগিয়ে যায়। সেই সময় স্থানীয় দুই যুবক তার পথ আটকে দাঁড়ায়। মুখে কাপড় বেঁধে রাস্তার ধারে টেনে নিয়ে যায় ঐ দুষ্কৃতিরা। সেখানেই তাকে গণধর্ষণের চেষ্টা করা হয়। কোনক্রমে মুখের বাঁধন খুলে চিৎকার করে ওঠে নাবালিকা। তা শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পলায়ন করে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইতিমধ্যে দুরবাজপুর থানায় অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিযুক্তদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। মাস কয়েক আগেই আরজি কর মেডিকেল কলেজে ডিউটি রত অবস্থায় ধর্ষিতা হয়ে খুন হন একজন মহিলা জুনিয়র চিকিৎসক। যা নিয়ে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। তারপরেও একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।