বিক্রম ব্যানার্জী: ফুটবলে চমক ধরাচ্ছে উত্তর কোরিয়ার(North Korea) নারীরা। সম্প্রতি ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপে জয় পেয়েছিল দেশটির নারী বাহিনী। সেই ঘোর কাটতে না কাটতেই 42 দিনের মধ্যে দ্বিতীয় ফিফা বিশ্বকাপে জয় ছিনিয়ে নিল উত্তর কোরিয়া। এবারের জয়ের নেপথ্যে দেশের অনূর্ধ্ব-17-র মহিলা দল। শক্তিশালী দল স্পেনকে ট্রাইবেকারে হারিয়ে জয়ের মুকুট মাথায় তুলেছে
তারা।
আরও পড়ুন: ক্রিকেটকে আলভিদা ঋদ্ধিমান সাহার, নেপথ্যে কোন অপ্রাপ্তি?
ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ চলছিল। সেখানেই স্পেনের লড়াকুদের বিরুদ্ধে আক্রমন শানাতে মাঠে নেমেছিলেন উত্তর কোরিয়ার মহিলা দল। বল পায়ে নিজেদের ক্ষমতা দেখাচ্ছিল উভয় দলের মেয়েরাই। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে 1-1 সমতায় ছিল দুই দলই। উত্তর কোরিয়ার খেলোয়াড়দের বিরুদ্ধে অন্তত আর একটা গোল করে নিজেদের এগিয়ে দিতে চাইছিলেন স্পেনের নারীরা। তবে সেই চেষ্টা কাজে আসেনি। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ মুহূর্তে খেলা গড়ালে। সমতা নিয়ে ট্রাইব্রেকারে যায় দুই দল।
আর সেখানেই কাজে এসেছিল উত্তর কোরিয়ার নারীদের জাদু। 1-1 গোলে হাড্ডাহাড্ডি লড়াই করা দুই দলের ট্রাইবেকার পর্বে স্পেনের মহিলাদের গোলের মালা পড়ায় উত্তর কোরিয়া। আর এই প্রচেষ্টাই শেষ পর্যন্ত 4-3 ব্যবধানে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-17 বিশ্বকাপ জিতিয়েছে কিম জং উনের দেশের মেয়েদের। যার দরুণ বর্তমানে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ইতিহাসে অন্যান্য দলগুলির মধ্যে সেরা হয়ে উঠেছে উত্তর কোরিয়া।
উল্লেখ্য, স্পেনের বিরুদ্ধে গোটা ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিল উত্তর কোরিয়ার মেয়েরা। যদিও প্রথমার্ধে জালে বল ঢোকাতে পারেনি কোনও দলই। তবে বাকি 45 মিনিটের খেলায় সেলিয়া রদ্রিগেজ প্রথমে গোল করে স্পেনকে লিডে নিয়ে আসলে সেই গোল হজম করার জন্য উঠে পড়ে লাগে উত্তর কোরিয়ার মেয়েরা। আর সেই চেষ্টায় ফল পেতে বেশি সময় লাগেনি। মাত্র 5 মিনিটের মধ্যে চাং জনের দুরন্ত গোলে সমতায় ফেরে উত্তর কোরিয়া। এরপরই সমতা নিয়ে ট্রাইবেকারে গিয়ে উত্তর কোরিয়ার মেয়েদের কাছে পরাস্ত হয় প্রথম গোল করা স্পেন।