Midnapore Bhai Phonta: মেদিনীপুরে গণ ভাইফোঁটা, শুভেচ্ছা লিগ জয়ী মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের খুদে ফুটবলারদের

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Bhai Phonta: প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পালিত হয় ভাতৃ দ্বিতীয়া (Bhai Phonta)। কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের কুশল ও দীর্ঘায়ু কামনা করেন বোন ও দিদিরা। ভাই ফোঁটা (Bhai Phonta) নিয়ে পৌরাণিক কাহিনি অনুযায়ী, ধর্ম ও মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার গল্প সমধিক প্রচলিত। আজ ভাতৃ দ্বিতীয়ার দিনে বিশেষ উদ্যোগ নিলেন মেদিনীপুর (Midnapore) পৌরসভার অন্তর্গত ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষোই। স্থানীয় এক অ্যাপার্টমেন্টে গণ ভাইফোঁটার আয়োজন করেন তিনি। আমন্ত্রিত ছিলেন ওয়ার্ডবাসী সহ এই ওয়ার্ডের অন্তর্গত নসীব ক্লাব, মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের সদস্যরা।

এইদিন চলতি বছরে মহকুমা কাপের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ জয়ী মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব ১৭ দলের ফুটবলারদের ফোঁটা দিয়ে ও মিষ্টিমুখ করান কাউন্সিলর। তাদের হাতে উপহারও তুলে দেওয়া হয়। সেই সঙ্গে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের সেক্রেটারি সেখ আজহারউদ্দিন ও ফাইন্যান্স সেক্রেটারি সেখ আরমানের উদ্যোগে ক্লাবের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয় উপস্থিত সকলকে।

Midnapore Bhai Phonta: মেদিনীপুরে গণ ভাইফোঁটা, শুভেচ্ছা লিগ জয়ী মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের খুদে ফুটবলারদের

মেদিনীপুরে গণ ভাইফোঁটা

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষোই, ওয়ার্ড সভাপতি অরুন চৌধুরী, যুব সভাপতি তথা মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব মেদিনীপুরের সম্পাদক সেখ আজহারউদ্দিন প্রমুখরা। অনুষ্ঠান শেষে বক্তব্য কাউন্সিলর লিপি বিষোই বলেন, “ওয়ার্ডের বিভিন্ন ক্লাব সহ মহামেডান ক্লাবের খুদে ফুটবলারদের ফোঁটা দিয়ে শুভেচ্ছা জানাতে পেরে বেশ ভালো লাগছে।” কাউন্সিলরের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আনন্দ ব্যক্ত করেছেন মেদিনীপুর মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের সম্পাদক সেখ আজাহার।