KKR: কলকাতার রিটেনশন তালিকা থেকে বাদ পড়ায় কেঁদে ভাসালেন ভেঙ্কটেশ আইয়ার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: আসন্ন 2025 আইপিএল মরশুমের আগে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত দলগুলির ফ্রাঞ্চাইজিরা। সেই দৌড়ে ইতিমধ্যেই 6 জন খেলোয়ারকে রিটেইন করে নিয়েছে চলতি বছরের আইপিএল জয়ী দল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে দুঃখের বিষয় যার নেতৃত্বে 2024 মরশুমে জয় পেল কেকেআর অর্থাৎ সেই শ্রেয়াস আইয়ারকেই বাদ দেওয়া হয়েছে দল থেকে। সেই সাথে আরও এক সমপদবীর লড়াকু খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার দলের রিটেইন তালিকায় না রাখায় কেঁদে ভাসিয়েছেন তিনি।

আরও পড়ুন: স্বামীর সাথে বিচ্ছেদের পর কেক কেটে ডিভোর্স উদযাপন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

কলকাতার রিটেইন লিস্টে নিজের নাম না দেখতে পেয়ে আবেগি হয়ে পড়েন ভিঙ্কি। খেলোয়াড় জানিয়েছেন, কেকেআর তার পরিবারের মতো। এমন একটা দলের সাথে দীর্ঘদিন থাকার পর যখন দেখলেন রিটেনশন তালিকায় তার নাম নেই তখন কেঁদে ফেলেছিলেন তিনি। যদিও এর আগে 2022 মরশুমে দল থেকে বাদ পড়ার কথাও শোনা যায় ভিঙ্কির মুখে। কেকেআর থেকে আগে আরও একবার বাদ পড়ার কথা উল্লেখ করে ভেঙ্কটেশ বলেন, ‘আগেও বাদ পড়েছিলাম, রিটেনশনে থাকলে এবং সেখান থেকে বাদ পড়লে কেমন লাগে জানি।’

প্রসঙ্গত, আসন্ন মেগা নিলামের আগে রাসেলের বাদ পড়া নিয়ে জটিল জল্পনা তৈরি হয়েছিল। শ্রেয়াস, স্টার্ক ও রাসেলকে যে কলকাতা রিটেইন করবে না একথা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলেন কেকেআর ভক্তরা। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজ তারকা রাসেলকে দলেই রেখে দিয়েছে শাহরুখের টিম। তবে বাদ পড়েছেন প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অন্যদিকে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা, রমনদ্বীপ সিং ও রাসেলের পর তার সতীর্থ অলরাউন্ডার সুনীল নারিনকে রিটেইন রিটেইন করে দলের অবস্থান পোক্ত করেছে কলকাতা।