Explosion in Train: উৎসবের মরশুমে আতঙ্ক! বিস্ফোরণের ঘটনা ঘটলো পঞ্জাবের অমৃতসর থেকে হাওড়াগামী মেল ট্রেনে (Amritsar Howrah Mail)। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পঞ্জাবের সিরহিন্দ রেলস্টেশনের কাছে ট্রেনের একটি অসংরক্ষিত কামরায় ঘটনাটি (Explosion in Train) ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা সহ চার জন যাত্রী। ঘটনায় তীব্র আতঙ্কে সৃষ্টি হয় ট্রেনজুড়ে (Amritsar Howrah Mail)। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, অমৃতসর হাওড়া মেল থেকে ছেড়ে হাওড়া দিকে আসছিল। সেই সময় শনিবার রাতে ট্রেনটি ফতেগড় জেলার সিরহিন্দ স্টেশনের কাছাকাছি পৌঁছতেই একটি অংসরক্ষিত কামরায় বিস্ফোরণ হয়। ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। রেলপুলিশ (জিআরপি) এবং রেলের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে আসেন। আহত এক মহিলা সহ চারজন যাত্রীকে উদ্ধার করে ফতেগড় সাহিব সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সংশ্লিষ্ট অসংরক্ষিত কামরাটিতে অনেক শব্দবাজি রাখা ছিল। ট্রেনে কোনও রকম দাহ্যবস্তু পরিবহন করা নিষিদ্ধ। তবুও ঐ বাজি ট্রেনে কিভাবে এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অনুমান, কোনও যাত্রী হয়তো তা নিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। চলছে তদন্ত৷