বিক্রম ব্যানার্জী: পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। উর্ধ্বমুখী সোনার দাম(Gold price) এবার অনেকটাই কমতে চলেছে! প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসন্ন মার্কিন নির্বাচনের প্রভাব ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা দমে যাওয়ায় বিশ্ব বাজারে সোনার দাম অনেকটাই হ্রাস পেয়েছে। যার কারণে বিশ্বের বিভিন্ন দেশে রেকর্ড হারে না হলেও অনেকটাই দাম কমতে পারে সোনার।
আরও পড়ুন: লিভিংস্টোনের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ে ফিরল ইংল্যান্ড
অক্টোবরের 30 তারিখ অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিশ্ববাজারে প্রথমবারের মতো সোনার দাম উঠেছিল 2 হাজার 777 ডলারে। আজ অর্থাৎ রবিবার সেই দাম কিছুটা কমে 2 হাজার 737 ডলারের কাছাকাছি ঘোরাফেরা করছে। বিশেষজ্ঞদের মতে বিশ্ব বাজারে সোনার দাম কমলে তার প্রভাব ভারতসহ অন্যান্য দেশগুলিতে পড়বে। ফলত, আগামী কয়েকদিনের মধ্যেই বেশ খানিকটা কম দামে কেনা যাবে সোনা।
প্রসঙ্গত, রবিবার কলকাতায় 10 গ্রাম 22/22 ক্যারেট সোনার দাম 73,300 টাকা। অন্যদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে 10 গ্রামের 24/24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 80,400 টাকায়। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলে আগামী কয়েক দিনের মধ্যেই এই চলতি দামে অনেকটাই বদল আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের সিংহভাগই।