বিক্রম ব্যানার্জী: ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডের শুরুটা ব্যাট হাতে ভালই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে 328 রানের বিরাট লক্ষ্য 15 বল বাকি থাকতেই সুনিশ্চিত করে ফেলে ইংল্যান্ড। সেই সাথে 5 উইকেট বাঁচিয়ে প্রথমবারের পরাজয়ের দুঃখ 329 রানে কাটিয়ে ফেলে বিদেশীরা। যদিও দলের সেই জয়ে বিশেষ অবদান রয়েছে অপরাজিত লিয়াম লিভিংস্টোন। 128 রানের বড় ইনিংস খেলে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজের 1-1 সমতায় নিয়ে এসেছেন তিনি।
আরও পড়ুন: ইজরায়েলি হামলায় গাজায় বাড়ছে শিশু মৃত্যু, মাত্র 48 ঘন্টায় নিহত 55
জয়ে ফিরতে মরিয়া ইংল্যান্ড মাঠে নেমে টস জিতে বল করার সিদ্ধান্ত নিলে অগত্যা ব্যাট করতে হয় ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেডকে। তবে সেখানেও দলকে নেতৃত্ব দেওয়ার ছাপ রেখেছিলেন অধিনায়ক শাই হোপ। ব্যাট হাতে 117 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। অন্যদিকে কব্জির জোর দেখাতে ব্যস্ত ইংল্যান্ডের বোলাররাও এদিন ভাল ছন্দে ছিল। বল হাতে টার্নার একাই ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট ভেঙেছিল।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইংল্যান্ডের ম্যাচে অধিনায়কের পাশাপাশি জ্বলে উঠেছিলেন কেসি কার্টিও। ব্যাট হাতে 71 রানের ঝোড়ো ইনিংস খেলে প্রতিপক্ষকে নিজের অবস্থান বুঝিয়েছেন তিনি। সেই সাথে রাদারফোর্ডের ব্যাটেও 54 রানের ঝোড়ো হওয়া দেখেছিল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের বোলারদের কাছে পরাস্ত হয়ে প্রতিপক্ষকে 328 রানে বাঁধে ওয়েস্ট ইন্ডিজ বাহিনী। শত্রুপক্ষের জবাবে মাঠে নেমে প্রথমদিকে সেভাবে জায়গা করে উঠতে পারছিল না ইংল্যান্ড।
69 রানেই ওয়েস্ট ইন্ডিজের কাছে 2 উইকেট হারায় স্যাম কারানরা। শুরুতে ফিল সল্ট ও জেকব বেথেলে 50 ছাড়ানো ইনিংস খেলে বিদায় নিলে একার কাঁধে দলের দায়িত্ব তুলে নেন লিভিংস্টোন। 85 বলে তার 128 রানের অপরাজিত ইনিংস ইংল্যান্ডকে কৃষ্ণাঙ্গ বাহিনীর বিরুদ্ধে ছন্দে ফিরিয়েছে। একই সাথে 52 রান করে দলের জয়ে অধিনায়ককে সঙ্গ দিয়েছেন স্যাম কারানও।