বিক্রম ব্যানার্জী: সন্তানকে স্ট্রলারে বসিয়ে দৌড়ে 10 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিলেন মা। এই অপ্রচলিত ও বিরল ঘটনা যিনি ঘটিয়েছেন তারা নাম ক্রিস্টিনা বোগোমিয়াগকোভা। সাম্প্রতিক তথ্য মারফত খবর, ইউক্রেনের এই মহিলা এক দৌড় প্রতিযোগিতায় সন্তানকে সঙ্গী করে অংশ নেন। সফল হতে ক্রিস্টিনার সময় লেগেছিল মাত্র 37 মিনিট 26 সেকেন্ড। আর এই অল্প সময়ের মধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World record) নিজের জায়গা খুব ভালভাবে করে নিয়েছেন ক্রিস্টিনা।
আরও পড়ুন: হিজবুল্লাহের রকেট হামলায় ইজরায়েলে প্রাণ গেল 4 থাইল্যান্ডবাসীর
প্রাপ্ত তথ্য অনুযায়ী, 33 বছর বয়সী ক্রিস্টিনার ছোট থেকেই খেলাধুলার প্রতি দারুণ ঝোঁক। প্রতিদিন নিয়ম করে দৌড়াতে যাওয়া তার অভ্যাস। তবে এই অভ্যাসই যে তাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে এ কথা কখনও কল্পনাতেও ভাবেননি ক্রিস্টিনা। সাফল্যের সিঁড়িতে পা দেওয়ার সূত্রপাত গত এপ্রিলে। পোল্যান্ডের স্টার ববিকে বিরাট দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই নিজের 1 বছর 7 মাসের সন্তানকে সঙ্গে করে অংশ নিয়েছিলেন মা ক্রিস্টিনা।
যদিও প্রতিযোগিতায় ছেলের তরফে যথেষ্ট সহযোগিতা পেয়েছেন তিনি। এই প্রসঙ্গে ক্রিস্টিনা বলেন, ‘তিনি যখন দৌড়াচ্ছিলেন তখন তার ছেলে না ঘুমিয়ে তাকে সঙ্গ দিচ্ছিল। মাঝে মাঝে গানও গাইছিল সে।’ ক্রিস্টিনা আরও জানান, ‘এই রেকর্ড গড়তে ছেলেকে 9 মাসেরও বেশি সময় ধরে প্রশিক্ষণ দিতে হয়েছে।’ অবশেষে সেই পরিশ্রম কাজে এসেছে তার। তবে জয়ের রাস্তাটা যে একেবারে সহজ ছিল তেমনটা নয়। কঠিন আবহাওয়ার মধ্যে দিয়েও ছোট ছেলেকে নিয়ে প্রায় 10 কিলোমিটার পথ দৌড়ে পার হতে হয়েছে তাকে। তারপর এসেছে সাফল্য। যদিও সফলতায় উচ্ছসিত ক্রিস্টিনা ভবিষ্যতে নিজের রেকর্ড ভাঙতেই মরিয়া।