চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore: আসন্ন মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন (Midnapore By Election 2024)। তার আগে ফের উত্তপ্ত মেদিনীপুর। কালীপুজোর রাতের অন্ধকারে মেদিনীপুরে (Midnapore) বিজেপির (BJP) মন্ডল কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠলো। একই সঙ্গে চন্দ্রকোনায় তৃণমূল কার্যালয়ে (TMC) দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। বিজেপি (BJP) কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে তা অস্বীকার করে বিজেপির দলীয় কোন্দলকে দায়ী করা হয়েছে।
মেদিনীপুরের ধর্মা এলাকায় জাতীয় সড়কের পাশেই রয়েছে টিন দিয়ে তৈরি বিজেপির মন্ডল কার্যালয়। কালীপুজোর রাতের অন্ধকারে কেউ কেউ বা কারা সেই টিনের দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে তছনছ করে ভাঙচুর করেছে বলে অভিযোগ। চুরি গিয়েছে টিভি এবং ভিতরের জিনিস ও কাগজপত্র বাইরের জলাশয় ফেলে দেয়া হয়েছে। লাগানো হয়েছে আগুন। বিজেপির জেলা সহ সভাপতি শংকর গুছাইতের অভিযোগ তৃণমূলের দিকে। পুলিশে অভিযোগ দায়ের করছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী তথা জেলা সভাপতি সুজয় হাজরা। তাঁর দাবি, এই ঘটনা বিজেপির আভ্যন্তরীণ লড়াইয়ের ফল এবং এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, সিসিটিভি বা অন্য কোন প্রমাণের মাধ্যমে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত তা যদি বিজেপি প্রমাণ করতে পারে তাহলে দোষীকে দল থেকে ঘাড়ধাক্কা দিয়ে বহিষ্কার করা হবে৷
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার রাইলা গ্রামে তৃণমূলের বুথ কার্যালয়ে দলের পতাকা ও ফেস্টুন ছিঁড়ে খুলে ফেলার অভিযোগ উঠেছে৷ তৃণমূলের তরফে অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। যদিও বিজেপির তরফে তা অস্বীকার করে পাল্টা তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে দায়ী করা হয়েছে।