Pakistani Tik tok Star: পাকিস্তানি টিকটক তারকার গোপন ভিডিও ফাঁস হতেই শুরু হয়েছে ট্রল!

Published On:

Pakistani Tik tok Star: সোশ্যাল মিডিয়ায় ফাঁস(Video leaked on social media) হয়েছে পাকিস্তানের(Pakistani) অন্যতম জনপ্রিয় টিকটক তারকা(TikTok Start) মিনাহিল মালিকের ব্যক্তিগত গোপন ভিডিও। যার জেরে নেট দুনিয়ায় ব্যাপক ট্রলের শিকার হতে হচ্ছে তারকাকে। একই সাথে টিকটকারের ব্যক্তিগত জীবন নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। যদিও লিক হওয়া ভিডিও প্রসঙ্গে উত্থাপিত একাধিক অভিযোগ নস্যাৎ করেছেন অভিনেত্রী।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে ব্যক্তিগত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন মিনাহিল। তবে ফাঁস হওয়া ভিডিও প্রসঙ্গে টিকটক তারকার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় তার নাম করে যে ভিডিও ঘুরে বেড়াচ্ছে সেটি সম্পূর্ণ ভুয়ো। এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে দেশের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে অভিযোগ জানিয়েছেন তারকা।

আরও পড়ুনঃ বাজারে আসছে IQOO 10 সিরিজ! ফাঁস একাধিক স্পেসিফিকেশন

পাকিস্তানি টিকটক তারকা ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে জানান, নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিও মোটেই তার নয়। বরং সেটিকে এডিট করে তার মুখ বসিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। যেই ঘটনায় তিনি এবং তার পরিবার যথেষ্ট অবসাদে ভুগছেন। এছাড়াও সমাজমাধ্যমে প্রতিমুহূর্তে অসংখ্য ট্রল ও বুলিংয়ের শিকার হতে হচ্ছে তাকে। তবে মিনাহিল ভিডিওটি নাকচ করলেও বেশ কয়েকজন নেট নাগরিকের মতে, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টিকটক তারকা। যার কারণ প্রসঙ্গে এক নেটিজেন বলেন, মূলত শিরোনামে আসার জন্যই এই কাজ করেছেন মিনাহিল মালিক।