Mandarmani Sex Racket: মন্দারমণিতে মধুচক্র! তিন হোটেলের ম্যানেজার সহ ধৃত ১৩, উদ্ধার ৬ জন মহিলা

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Mandarmani Sex Racket: সমুদ্র পর্যটন কেন্দ্র মন্দারমণিতে (Mandarmani) মধুচক্রের (Sex Racket) হদিস। তিনটি হোটেলে মধুচক্রের (Sex Racket) অভিযোগে ম্যানেজার ও কর্মী সহ ধৃত মোট ১৩ জন। মধুচক্রের আসর থেকে উদ্ধার করা হয়েছে ৬ জন মহিলাকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মন্দারমণিতে (Mandarmani)। উদ্ধার হয় যুবতীরা মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়া জেলার বাসিন্দা।

মন্দারমণির বিভিন্ন হোটেলে মধুচক্র চলার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ, অনেক সময়েই মোটা টাকার বিনিময়ে বাইরের জেলার যুবতীদের বেড়াতে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য দেহব্যবসায় নামানো হয়। শনিবার রাতে মন্দারমণি থানার পুলিশ ও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা মন্দারমণির তিনটি পৃথক পৃথক হোটেলে অভিযান চালান। গ্রেপ্তার হন হোটেলগুলির ম্যানেজার, কর্মী, পর্যটক সহ ১৩ জন অভিযুক্ত। উদ্ধার করা হয় ৬ জন মহিলাকে। সুত্রের খবর, ধৃতদের মধ্যে বীরভূমের একটি ব্যাঙ্কের ম্যানেজারও রয়েছেন।

Mandarmani Sex Racket: মন্দারমণিতে মধুচক্র! তিন হোটেলের ম্যানেজার সহ ধৃত ১৩, উদ্ধার ৬ জন মহিলা

মন্দারমণি মধুচক্র অভিযুক্তরা

রবিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা হাসপাতালে পেশ করা হয়। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া যুবতীদের গোপন জবানবন্দিও গ্রহণ করা হয়েছে। তাঁদের আপাতত হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।