Israel: ইরানে ইজরায়েলি হামলার (Israel Attack) পর থেকেই জটিল হয়েছে দুই দেশের পরিস্থিতি। শনিবার ভোররাতে প্রায় 100 টি ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইজরায়েল। যার দরুণ চার সেনার মৃত্যুর খবর জানিয়েছে মাসুদ পেজেশকিয়ানের দেশ। সূত্র মারফত খবর, এরপরই বিমান হামলার প্রতিশোধ নিতে ইজরায়েলে প্রায় 75টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এহেন আবহে শোনা যাচ্ছে এবার ইজরায়েলের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন ইরানের(Iran) ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের মেজর জেনারেল হোসেইন সালামি(Hossein Salami)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে হওয়া ইজরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে আবদোলরহিম মুসাভির কাছে একটি চিঠি লেখেন মেজর জেনারেল হোসেইন সালামি। সূত্রের খবর, মুসাভির উদ্দেশ্যে পাঠানো সেই চিঠিতে ইজরায়েলের কুকর্মের পরিণতি অকল্পনীয় হবে বলে জানিয়েছেন মেজর জেনারেল। সেই সাথে, ইজরায়েলের বিমান হামলার কারণে মৃত 4 ইরানি সেনার মৃত্যু প্রসঙ্গে মুসাভির প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
আরও পড়ুনঃ India vs New Zealand Test: হারের কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস, কড়া সমালোচনা পাকিস্তানি ক্রিকেটারের
এরপরই সেই চিঠিতে সালামি উল্লেখ করেন, ‘ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইজরায়েলের আক্রমণকে নস্যাৎ করেছে।’ যদিও এর আগে ইরানের একাধিক সংবাদ সংস্থা থেকে শুরু করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের তেহরান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হওয়া ইজরায়েলি বিমান হামলার বেশিরভাগটাই রুখতে সক্ষম হয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।