India vs New Zealand Test: শত চেষ্টা সত্ত্বেও নিউজিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে হার এড়াতে পারেনি ভারত(India)। প্রথমে বেঙ্গালুরুর মাটিতে, পরে পুনের মাঠে রোহিত শর্মাদের(Rohit Sharma) হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ডের ছেলেরা। যদিও পরপর দুই ইনিংসে পরাজয়ের কারণ হিসেবে নিজেদের ব্যর্থতাকেই দায়ী করেছেন অধিনায়ক রোহিত। ফলত ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে মুম্বইয়ের মাঠে শেষ টেস্টে জয়ের আশায় বুক বাঁধছে ভারতীয় দল। এহেন অবহে কিউইদের বিরুদ্ধে ভারতের গলদঘর্ম অবস্থার জন্য বিরাট কোহলিদের(Virat Kohli) তীব্র আত্মবিশ্বাসকে কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলী।
বিগত টেস্ট সিরিজে যেই দল পদ্মা পাড়ের বাংলাদেশকে রানের ঝোড়ো হওয়া দেখিয়ে ফিরতি পথ করেছিল। সেই দলকেই নাকি ল্যাথাম বাহিনীর সামনে নাকানি চুবানি খেতে হচ্ছে। যদিও 46 রানের লজ্জার ইনিংসের পর চেষ্টার কোনও খামতি রাখেনি সরফরাজ থেকে শুরু করে যশস্বীরা। তবুও ঘরের মাঠেই 2-0 ব্যবধানে পিছিয়ে ভারত। কাজেই বিশ্ব ক্রিকেটে অসংখ্য রেকর্ডধারী ভারতীয় দলের এহেন কঠিন পরিস্থিতির জন্য ভারতীয় খেলোয়াড়দের আত্মবিশ্বাসকে দায়ী করেছেন পাকিস্তানের(Pakistan) প্রাক্তন ক্রিকেট তারকা বাসিত(Basit Ali)।
রোহিত শর্মাদের ভুলের মাসুলকে লক্ষ্যবস্তু বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে দুদিনে জিতেছে ভারত। একইভাবে নিউজিল্যান্ড দল বিগত টেস্ট সিরিজে লঙ্কান বাহিনীর কাছে 2-0 ব্যবধানে হেরেছে। ফলত, বাংলাদেশের বিরুদ্ধে জয় এবং নিউজিল্যান্ডের হার মিলিয়ে তীব্র আত্মবিশ্বাস তৈরি হয়েছিল ভারতের ছেলেদের। আর তার মূল্য ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হচ্ছে ভারতকে। ভারতের প্রসঙ্গে বলতে বলতেই নিউজিল্যান্ড সম্পর্কে পাকিস্তান তারকার বক্তব্য, কেউ ভাবতে পারেনি নিউজিল্যান্ড ভারতকে হারাবে। এমনকি কিউইরা নিজেরাও এই কথা কল্পনাতেও আনেননি। তবে যথেষ্ট ভাল প্রস্তুতি নিয়েছিল তারা।’
আরও পড়ুনঃ ভারতের হারের দায় গম্ভীরের! কোচের পদত্যাগের দাবিতে অনড় সমর্থকরা
আসন্ন গাভাস্কার ট্রফি প্রসঙ্গে ভারতের অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে এদিন বাসিত জানান, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের আসন্ন ম্যাচে মোহাম্মদ শামির না থাকা তাকে যথেষ্ট অবাক করেছে। কারণ শামির অনুপস্থিতিতে সমস্ত দায়িত্ব গিয়ে পড়বে বুমরাহের একার ওপর। যদিও আর্শদীপ সিং বাঁ হাতি পেসার হিসেবে দলে আলাদা মাত্রা দেবে, তবে মোহাম্মদ শামিকে ছাড়া ভারতের ফার্স্ট বোলিং একপ্রকার অসম্পূর্ণ। যেখানে অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে কাজে লাগবে ভারতের ফার্স্ট বোলারদেরই।’