Gautam Gambhir: ভারতের হারের দায় গম্ভীরের! কোচের পদত্যাগের দাবিতে অনড় সমর্থকরা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Gautam Gambhir: প্রথম টেস্টে 46 রানের লজ্জার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরফরাজ ও পন্থের আপ্রাণ চেষ্টা বিফলে গিয়েছিল। পরাজয়ের দুঃখ বুকে নিয়ে পুনের মাটিতে দ্বিতীয় টেস্টে জয়ের আশা দেখেছিল ভারত(India)। তবে সেখানেও জল ঢেলেছে নিউজিল্যান্ড। কিউদের 359 রানের লক্ষ্য তাড়া করে 255 রানে থেমে যায় ভারতের রথ। সেই সাথে 113 রানের বিরাট ব্যবধানে রোহিত শর্মাদের(Rohit Sharma) ঘরের মাঠে 12 বছর পর জয় পায় নিউজিল্যান্ড। নেপথ্যে যদিও ভারতের নিজস্ব অস্ত্র স্পিন। তবে জাতীয় দলের পরাজয়ের পরই সেই দায়ভার গিয়ে পড়েছে কোচ গৌতম গম্ভীরের(Gautam Gambhir) ওপর। একই সাথে উঠেছে গুরু গম্ভীরের পদত্যাগের দাবিও।

ভারতের পরাজয়ে গম্ভীরের পদত্যাগের দাবি সমর্থকদের
প্রথম টেস্টের পরাজয় থেকে শিক্ষা নিয়ে পুনের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানাতে নামে ভারতীয় দল। তবে রোহিতদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কিউইদের স্পিন যে চমক ধরাবে একথা বুঝে উঠতে পারেনি ভারত। যেই অস্ত্রকে সঙ্গী করে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি উত্তড়ে গিয়েছিল দল, গতকাল সেই অস্ত্র অর্থাৎ স্পিনেই ঘায়েল হয়েছেন বিরাট কোহলিরা। তাও আবার সেই দলের কাছে যারা বিগত শ্রীলঙ্কা সফরে লঙ্কান বাহিনীর উইকেট তুলতে নাকানি চুবানি খেয়েছে। নিউজিল্যান্ড বাহিনীর মিচেল স্যান্টনার একাই দুই ইনিংস মিলিয়ে 13 টি উইকেট তুলেছেন। যার ফলস্বরূপ বড় রানের লক্ষ্য সুনিশ্চিত করতে গলদঘর্ম অবস্থা হয়েছে ভারতীয় ব্যাটারদের।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেনের সাথে ভিডিও করতে গিয়েছিলেন 5 যুবক, তারপর যা হল.. ভিডিও দেখে আঁতকে উঠবেন

তবে চেষ্টা করেও হার এড়াতে পারেনি ভারত। আর ঘরের মাঠে দলের এহেন অবস্থার জন্য কোচ গম্ভীরকে কাঠগড়ায় তুলেছেন সমর্থকরা। ভারতের পরাজয়ের দায় কোচ গম্ভীর ওপর চাপিয়ে তার পদত্যাগও দাবি করেছেন অনেকে। কেউ কেউ আবার, অত্যাচারী শাসক হিটলারের ছবির আদলে গম্ভীরের ছবি বানিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সমর্থকদের একাংশ ভারতের হারের পর প্রশ্ন তুলেছেন কোচ গম্ভীরের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও। রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিদের সাথে তুলনা করে ভারতের প্রাক্তন খেলোয়াড় তথা টেস্ট দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরের পেশা ও রোজগারকে নিশানা করে তোপ দেখেছেন সিংহভাগই। তবে কোচ গম্ভীর ছাড়াও অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ব্যর্থতা নিয়েও সমাজ মাধ্যমে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়।