চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Midnapore By Election 2024: আসন্ন উপ-নির্বাচনে (By Election 2024) মেদিনীপুরের সমস্ত বুথ থাকবে সরাসরি ভিডিও সম্প্রচারের নজরদারিতে, শুক্রবার তা জানিয়েছেন মেদিনীপুরের (Midnapore) নির্বাচন আধিকারিক তথা মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। সেই সঙ্গে ১৮ অক্টোবর, শুক্রবার থেকে শুরু হল মেদিনীপুর উপ-নির্বাচনের (Midnapore By Election 2024) মনোনয়ন জমা দেওয়ার পর্ব।
আরও পড়ুনঃ Midnapore: খেলোয়াড়দের যাতায়াত থাকা খাওয়ার টাকাও অমিল, বিস্ফোরক অভিযোগ সফল আকাশের বাবার
শুক্রবার থেকে মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচনে মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে। সেই সঙ্গে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। এইদিন মহকুমা শাসক তথা মেদিনীপুরের রিটার্নিং অফিসার মধুমিতা মুখার্জি উপ-নির্বাচন সংক্রান্ত তথ্য ও নিয়মাবলী প্রকাশ করেন। উপনির্বাচনে মেদিনীপুর বিধানসভার ১০০ শতাংশ বুথ থাকবে ওয়েব কাস্টিং এর মাধ্যমে নির্বাচন কমিশনের নজরদারিতে। উপনির্বাচনে মেদিনীপুর বিধানসভার মোট ভোটার ২ লক্ষ ৯১ হাজার ৬৪৩ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ১০০ জন এবং পুরুষ ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৫৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। পিডবলুডি ভোটার রয়েছেন ৭৮২ জন এবং ৮৫ বছরের বেশি বয়সী ভোটার ২৬০৭ জন। ২৫ টি সেক্টরের ৩০৪টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ হবে। তার মধ্যে মহিলা পরিচালিত বুথ ২টি।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, ২০২১ সালে বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জুন মালিয়া মেদিনীপুর আসনে জয়ী হয়েছিলেন। এরপর ২০২৪ সালে লোকসভা নির্বাচনেও মেদিনীপুর আসনে তৃণমূলের প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পরাস্ত করে জয়ী হন তিনি৷ ফলে বিধানসভায় মেদিনীপুর আসনটি এখন ফাঁকা। এবারে রাজ্যে মেদিনীপুর সহ মোট ৬টি আসনে উপ-নির্বাচন হতে চলেছে আগামী ১৩ নভেম্বর। মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে ১৮ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর। স্ক্রুটিনি ২৮ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর। ভোটগ্রহণ হবে ১৩ নভেম্বর। ভোট গণনা হবে আগামী ২৩ নভেম্বর।