চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Midnapore By Election: মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন (By Election 2024) হতে চলেছে আগামী ১৩ নভেম্বর। মেদিনীপুর (Midnapore) সহ এই রাজ্যের মোট ৬টি আসনে হবে উপনির্বাচনের (By Election 2024) ভোটগ্রহণ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকের পরেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ১৩ এবং ২০ নভেম্বর দুই দফায় ঝাড়খণ্ডে এবং এক দফায় ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ভোটগ্রহণ হবে৷ তারই মাঝে এই রাজ্যে ৬টি সহ দেশের মোট ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ২৩ নভেম্বর।
২০২১ সালে বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জুন মালিয়া মেদিনীপুর আসনে জয়ী হয়েছিলেন। এরপর ২০২৪ সালে লোকসভা নির্বাচনেও মেদিনীপুর আসনে তৃণমূলের প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পরাস্ত করে জয়ী হন তিনি৷ ফলে বিধানসভায় মেদিনীপুর আসনটি এখন ফাঁকা। একই রকম ভাবে ফাঁকা হয়েছে তালডাংরা, নৈহাটি, হাড়োয়া, সিতাই, মাদারিহাট আসনগুলি। এবার মোট এই ৬ টি আসনে উপ-নির্বাচন হতে চলেছে আগামী ১৩ নভেম্বর। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর থেকে মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু। ঐ দিন গেজেট নোটিফিকেশন প্রকাশিত হলেই লাগু হবে আদর্শ আচরণবিধি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর। স্ক্রুটিনি ২৮ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর। ভোটগ্রহণ হবে ১৩ নভেম্বর। ভোট গণনা হবে ২৩ নভেম্বর।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, জুন মালিয়া, পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী, জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন। পরে তাঁরা সাংসদ হওয়ায় আসনগুলি খালি হয়েছে। অপরদিকে সদ্য প্রয়াত হয়েছেন অপর এক তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম। ফলে সেই আসনটিও ফাঁকা। বিধানসভা নির্বাচনে মাদারিহাটের বিধায়ক নির্বাচিত হন বিজেপির মনোজ টিগ্গা। তিনিও সাংসদ নির্বাচিত হওয়ায় এই আসনটিতেও উপ-নির্বাচন হবে।
অন্যদিকে, আসন্ন উপ-নির্বাচনে মেদিনীপুর আসনে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলে গুঞ্জন, সম্ভবতঃ তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা প্রার্থী হতে চলেছেন শাসক দলের তরফে। যদিও তা নিয়ে কোনও নিশ্চিত ঘোষণা এখনও হয়নি। কিন্তু সম্প্রতি সোমবার মেদিনীপুরে দুর্গাপূজার কার্নিভালে উপস্থিত ছিলেন না তৃণমূল নেতা। পরে তিনি জানান, ঐদিন কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার প্রণাম করে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। মেদিনীপুরের রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে, শাসক দলের সাংসদ জুন মালিয়া ও জেলা সভাপতি সুজয় হাজরার সম্পর্ক ঠিক মধুর নয়। তাৎপর্যপূর্ণ ভাবে কার্নিভালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের অধুনা সাংসদ তথা প্রাক্তন বিধায়িকা জুন মালিয়া। এখন উপ-নির্বাচন ঘোষণার ঠিক আগেই সুজয় হাজরার কালীঘাট যাওয়া যথেষ্ট ইঙ্গিতবহ বলেই ধারণা রাজনৈতিক মহলের। এই পরিস্থিতিতে মেদিনীপুরের উপ-নির্বাচনে শাসক দলের প্রার্থী কে হবেন তা নিয়ে কৌতুহল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক মহল তথা মেদিনীপুরবাসীর।