Doctor Harassed: আরজি কর আবহ (RG Kar Protest) এখনও চনমনে। সেই আবহাওয়ার মধ্যেই এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কলকাতার মুকুন্দপুরের (Mukundapur) এক বেসরকারি হাসপাতালে চিকিৎসককে নিগ্রহ ও ভাঙচুরের অভিযোগ উঠলো রোগীর পরিজনদের বিরুদ্ধে। অন্যদিকে রোগীর আত্মীয়দের তরফে শহরের নামী স্বাস্থ্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনা হয়েছে।
ঘটনার সূত্রপাত অষ্টমীর রাতে। এদিন বাইক অ্যাক্সিডেন্টে আশঙ্কাজনক অবস্থায় মুকুন্দপুরের হাসপাতালটিতে ভর্তি করা হয় বরাহনগরের এক তরুণকে। তরুণের পরিজনদের অভিযোগ, প্রথমদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, রোগীর অবস্থা স্থিতিশীল এবং ঠিকঠাক চিকিৎসা চলছে। তবে পরবর্তীতে রোগীর মৃত্যু ঘটে। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে ও মোটা অঙ্কের বিল কেন এসেছে সেই প্রশ্ন তুলে হাসপাতালে চড়াও হন রোগীর আত্মীয়রা। সূত্রের খবর, সঠিক চিকিৎসা সত্ত্বেও কীভাবে রোগীর মৃত্যু হল? এই প্রশ্ন তুলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রোগীর পরিজনেরা। রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ডাক্তার-নার্সদের হেনস্থার পাশাপাশি হাসপাতালের রিসেপশনে ভাঙচুরের অভিযোগও উঠেছে। যদিও অভিযোগ মানতে নারাজ মৃতের পরিবার। হাসপাতালে ভাঙচুরের খবর জানা মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় সার্ভে পার্ক থানার পুলিশ। গোটা বিষয় খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছেন তাঁরা।