Bihar Crime against Dalits: দলিত যুবক পারিশ্রমিক চাইতেই জুটলো মার, গায়ে করে দেওয়া হল প্রস্রাব, মুখে থুতু, এমনই ঘোরতর অভিযোগ বিহারে! ঘটনার প্রেক্ষিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে পড়শি রাজ্যে। ইতিমধ্যে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত ঐ দলিত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফ্ফরপুরে। জানা গিয়েছে, রমেশ পটেলের পোলট্রি ফার্মে কাজ করেছিলেন অভিযোগকারী রিঙ্কু মানঝি। গত ৪ অক্টোবর তিনি প্রাপ্য পারিশ্রমিক চাইতে গিয়েছিলেন। কিন্তু রিঙ্কুর অভিযোগ তাঁকে বেধরক মারধর করেন রমেশ পটেল, তাঁর ভাই অরুণ এবং পুত্র গৌরব। এমনকি তাঁর মুখে থুতু দেওয়া হয় ও গায়ে প্রস্রাব করে দেওয়া হয় বলেও অভিযোগ।
ঘটনার চারদিন পর নিগৃহীত রিঙ্কু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একটি ভিডিও প্রমাণ স্বরূপ পুলিশকে দিয়েছেন তিনি। যুবকের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা। তদন্ত করছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্তদের সন্ধানে।