Viral Video: গরীব বৃদ্ধ ফুচকা বিক্রেতার স্টল ভাঙচুর, সিংঘি পার্কের কর্মকর্তাদের কীর্তি ভাইরাল

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Viral Video: আরজি কর(RG Kar) আবহে ‘উৎসবে ফেরা’র ডাক দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আহ্বান আসার পর থেকেই উঠেপড়ে লেগে, তরতোরিয়ে পুজোর কাজ এগিয়ে নিয়ে যায় কমিটিগুলো। এখন, দারুণ দারুণ থিম সাজিয়ে চলছে আবেগের পুজো(Durga Puja)। তারই মাঝে আবার দানা বাঁধল বিতর্ক। ভিডিওটির সত্যতা GNE Bangla যাচাই করেনি।

কাণ্ডটা ভালোই বড়সড় করেই বাঁধিয়েছে, কলকাতার(Kolkata) নামি সিংঘি পার্ক(Singhi Park)। এক অ্যাকাউন্ট থেকে যা শেয়ার করা হয়েছে ইতিমধ্যেই। ভিডিয়োতে(Viral video) দেখা গিয়েছে যে মাটিতে পড়ে রয়েছে এক বৃদ্ধ ফুচকাওয়ালার(Fuchka Stall) কষ্টের দোকান। পিছনে এক মহিলাকে চিৎকার করে প্রতিবাদ করছেন। ভিডিয়ো সূত্রেই জানা গিয়েছে যে সিংঘি পর্কের এক কর্মকর্তা তাঁর ফুচকার ঠেলা ফেলে দিয়েছেন। আর একজন গরিব মানুষের সঙ্গে এমনটা করা একেবারেই উচিত নয় বলেও দাবি করা হয়েছে।

ক্যাপশনে লেখা, উৎসবে ফিরতে বলছে, যাতে গরিবমানুষগুলো এই উৎসবে একটু আয় করতে পারে। সেখানে গরিব মানুষের পেটে লাথি সিংহী পার্কে। এরা মানুষ না জানুয়ার। কিন্তু মা-বোনেরা প্রতিবাদ করার পর, আর কোনো উত্তর নেই। স্বাভাবিকভাবেই, ভিডিয়োটি প্রকাশ্যে লাফিয়ে হয়ে যায় ভাইরাল। বিচারের দাবি অনড় থেকে পুজো উপভোগ করা নেটিজেনরাও রেগে আগুন।

একজন বললেন, ‘চোরের দলের লোকরা আর কত ভালো হবে। ওরা তো গরিব মানুষের পয়সা নিয়ে বড়লোক হয়েছে। ওতো ভিক্ষে চাইছে না ওখানে খেটে বিক্রি করে খাচ্ছে। চোর চোর বলে চিৎকার করুন।’ দ্বিতীয়জনের দাবি, ‘এর থেকে বেশী আশা করা যায় না এই মুখোশ ধারী ছোট লোকজনের কাছে।’

আরও পড়ুনঃ বন্যার প্রভাবে বিপর্যস্ত বঙ্গের কৃষি! শস্য বীমা দেওয়ার প্রতিশ্রুতি সরকারের, আবেদন আজই

যদিও, এই ঘটনাটি ভাইরাল হওয়ার পর সাফাই দিয়েছে সিংঘি পার্ক। ফেসবুকেই বলেছে, ‘গতকাল রাত্রে আমাদের পূজা মণ্ডপের কাছে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে যা আমাদের পুজো কমিটি কখনোই সমর্থন করে না। উপরোক্ত ঘটনায় যে ব্যক্তি দায়ী ছিলেন তার বিরুদ্ধে আমাদের পুজো কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিকেও (ফুচকাওয়ালা) যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস রাখি আমাদের তরফ থেকে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না।’

উৎসবে ফিরতে বলছে যাতে গরিবমানুষগুলো এই উৎসবে একটু আয় করতে পারে সেখানে গরিব মানুষের পেটে লাথি সিংহী পার্কে এরা মানুষ না জানুয়ার কিণ্তু মা বোনেরা প্রতিবাদ করার পর আর কোনো উত্তর নেই 👌Posted by তোতন ঘোষ on Tuesday, October 8, 2024