আরামবাগে (Arambagh) তৃণমূল নেতার (TMC) বিরুদ্ধে গুরুতর অভিযোগ! পঞ্চমীর রাতে (Durga Puja Crime) মদ্যপ অবস্থায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে। মঙ্গলবার পঞ্চমীর রাতে (Panchami) ঘটনাটি ঘটে শহরের পোস্ট অফিস সংলগ্ন এলাকায়। অভিযুক্ত ঐ তৃণমূল নেতা হেমন্ত পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ Midnapore: পুজোর প্রাক্কালে কচিকাঁচাদের মুখে হাসি ফোটালো স্বেচ্ছাসেবী সংগঠন “ব্ল্যাক পার্ল”
মৃত ব্যক্তির নাম দেবাশিস আশ (৩২)। তিনি শহরের শ্রীনিকেতন পল্লি এলাকার বাসিন্দা। অভিযুক্ত তৃণমূল নেতা হেমন্ত পাল আরামবাগ পুরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে অভিযোগ, মঙ্গলবার রাতে পোস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযুক্ত হেমন্ত পালের সঙ্গে দেবাশিসের ভাগ্নে সায়নের বচসা হয়। সেই সময় হেমন্ত মদ্যপ ছিলেন বলে অভিযোগ। সায়নকে মারধর কিরা হয়। সেই সময় সায়নের মামা দেবাশিস ঘটনাস্থলে এলে তিনি প্রতিবাদ করেন ও তাঁর সঙ্গেও বচসা বাঁধে। অভিযোগ, তখনই দেবাশিসের উপর চড়াও হন অভিযুক্ত হেমন্ত পাল ও তাঁর দুই সঙ্গী অচিন্ত্য, স্বর্ণদীপ। লোহার রড, বাঁশ দিয়ে বেধরক পিটিয়ে অচৈতন্য দেবাশিসকে সেখানেই ফেলে রেখে পলায়ন করে অভিযুক্তরা। অচৈতন্য দেবাশিসকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার প্রেক্ষিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। পরে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় এসে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্ত তৃণমূল নেতা হেমন্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে বুধবার আদালতে পেশ করা হবে। শাসক দলের বিরুদ্ধে দুষ্কৃতিদের আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে বিজেপি। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।