Purba Midnapore Rape: বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ খুনের অভিযোগ, উত্তাল পটাশপুর

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে (Purba Midnapore Rape) স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল এলাকা। রবিবার সকালে গ্রামবাসীরা এক অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে তাঁকে রাস্তায় ফেলে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হয়।

গ্রামবাসীদের অভিযোগ, নির্যাতিতা মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। প্রতিবেশী দুই ব্যক্তি ঐ মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ও মহিলার মুখে কীটনাশক ঢেলে দেয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ঐ গৃহবধূকে উদ্ধার করেন গ্রামবাসীরা। তাঁকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই শেষ পর্যন্ত মৃত্যু হয় ঐ মহিলার। এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে পটাশপুর এলাকা।

রবিবার এক অভিযুক্তের বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। ঐ ব্যক্তিকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় গ্রামের রাস্তায় ফেলে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন মূলত গ্রামবাসী মহিলারা। খবর পেয়ে ভূপতিনগর থানার বিশাল পুলিশবাহিনী গ্রামে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।