RG Kar: আরজি কর থেকে বহিষ্কৃত ১০ চিকিৎসক, থ্রেট কালচারের অভিযোগ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar) থ্রেট কালচারের অভিযোগ। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বহিষ্কৃত হলেন ১০ জন চিকিৎসক। শনিবার কাউন্সিলের দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ঐ চিকিৎসকদের হোস্টেল থেকে আজীবনের মতো বহিষ্কার করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের হস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কাউন্সিল।

আরজি কর মেডিক্যাল কলেজে তরুনী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর থেকেই উত্তাল হয়েছে আন্দোলন। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। উঠেছে থ্রেট কালচারের অভিযোগ। শনিবার দুপুর থেকে আরজি কর মেডিক্যাল কলেজে কর্তৃপক্ষ, ইন্টার্ন ও চিকিৎসকদের প্রতিনিধিরা কাউন্সিলের বৈঠকে বসেন। অভিযুক্ত ৫৯ জনকে অবিলম্বে শাস্তি দিতে হবে বলে দাবি ওঠে।অভিযুক্তদের মধ্যে চিকিৎসক ছাড়াও রয়েছেন হাউসস্টাফ, ইন্টার্নেরা। তাঁদের অনেকেই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ। অভিযোগ, এঁরা কলেজ ও হোস্টেলে থ্রেট কালচার চালাতেন। হস্টেলে চলতো র‍্যাগিং, মাঝরাতে চলত শারীরিক ও মানসিক নির্যাতন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দিতে বাধ্য করা হত ছাত্রছাত্রীদের, মিটিং-মিছিলে না এলে চলত হেনস্থা, কদর্য ভাষায় গালাগাল। কেউ প্রতিবাদ করলে হুমকি ও ভয়ের পরিবেশ বজায় রাখতে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হত।

কাউন্সিলের বৈঠকের পর অভিযুক্ত ১০ জন চিকিৎসককে আরজি কর থেকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত চিকিৎসকেরা হলেন সৌরভ পাল, আশিস পান্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচী, সরিফ হাসান, নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিংহ, সৎপাল সিংহ এবং তনভীর আহমেদ কাজী। খতিয়ে দেখা হবে তাঁদের রেজিস্ট্রেশনও। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের হস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অভিযু্ক্তদের মধ্যে ৪৩ জনকে হস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে।