RG Kar Case: অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত(Pankaj Dutta) এ কেমন কথা বললেন! কলকাতার বিখ্যাত রেড-লাইট এড়িয়া সোনাগাছির(Red light Sonagachi) মহিলাদের সম্পর্কে তাঁর সাম্প্রতিক মন্তব্য তীব্র সমালোচনার সৃষ্টি।করেছে৷ কলকাতা হাইকোর্ট তাঁর আইনি সুরক্ষার অনুরোধও প্রত্যাখ্যান করেছে।
একক বিচারকের কাছ থেকে সাহায্য প্রত্যাখ্যান করার পরে, তিনি প্রধান বিচারপতির কাছে যান, কিন্তু সেই বেঞ্চও তাঁর আবেদন শোনেনি। প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, প্রাক্তন আইপিএস অফিসার হিসাবে দত্তকে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে, তার পরিণতির মোকাবেলাও করতে হবে।
আরজি কর(RG Kar) হাসপাতালের এক মহিলা চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু নিয়ে দত্ত বিবৃতি দিলে এই বিতর্ক শুরু হয়। সোনাগাছিতে এমন ঘটনা হলে তবুও গ্রহণযোগ্য হতো, এমনই কথা বলেন তিনি, যা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
দত্ত বলেন, ‘আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হল। সোনাগাছির মতো জায়গায় হলে তাও মেনে নেওয়া যেত।’
মামলার তত্ত্বাবধানকারী বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ দত্তের মন্তব্য নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন করে কেন দত্ত সোনাগাছিকে উদাহরণ হিসাবে ব্যবহার করেছেন, বলেছেন যে তাঁর সেখানে বসবাসকারী মহিলাদের অসম্মান করে।
হাইকোর্টের কথায়, ‘এটা আপনি কী করে বললেন? এটা কোনও উদাহরণ হতে পারে না। আমি, আপনি যে যেখানে থাকি, সেই জায়গাগুলো কি নিরাপদ? বলতে পারবেন? তাহলে হঠাৎ ওই জায়গাকে উদাহরণ হিসেবে মনে হল কেন? অসম্মান করার জন্য এর থেকে বেশি আর কি দরকার? যেখানে অসহায় মহিলারা থাকেন, সেই জায়গা উদাহরণ হিসেবে উল্লেখ কেন করা হল? এটা একেবারেই উচিৎ কাজ হয়নি।’
আরও পড়ুনঃ : জঙ্গলমহলের জেলাগুলোর আবহাওয়া আজ এই রকম থাকতে পারে
দত্তকে গ্রেফতার করা হবে কি না, তা এই মুহূর্তে স্পষ্ট নয়। তাঁকে রক্ষা করতে হাইকোর্টের অস্বীকৃতি এটাই জানায় যে তিনি যদি আদালতের আদেশের বিরুদ্ধে যায়, এমন কোনও কাজে জড়িত থাকেন, তবে তিনি আইনি পরিণতির মুখোমুখি হতেই পারেন।