Kunal Ghosh: রাজ্যে কর্মবিরতি(Strike) তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তারা(Junior Doctors)! কিন্তু পুজোর মুখে কেন? প্রশ্ন তুলে বসলেন কুণাল ঘোষ। সিনিয়র চিকিৎসকদের একাংশ এখন দাবি করছেন যে, সব সময় কর্মবিরতিতেই সমাধান মেলে না। এমন সময়ে তৃণমূলের নেতা কুণাল ঘোষের(Kunal Ghosh) বিস্ফোরক দাবি, সিনিয়র ডাক্তাররা বেড়াতে যাবেন বলে কর্মবিরতি তুলতে বলছে।
কুণাল ঘোষের ‘বেনজির’ আক্রমণ সিনিয়র ডাক্তারদের
আসলে, সাগরদত্তে সুরক্ষার দাবিতে পূর্ণ কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় সিনিয়র চিকিৎসকরা জুনিয়রদের কর্মবিরতি তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এ প্রসঙ্গে টিভি 9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর সুবর্ণ গোস্বামী জানান, কর্মবিরতি করেই সমস্যার সমাধান হবে এমনটা তাঁরা মনে করছেন না। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি নিজেদের অবস্থান থেকে সরবেন জুনিয়র চিকিৎসকরা?
এরই মধ্যে কুণাল সোশ্যাল পোস্টে লিখলেন, ‘উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ-বিদেশের টিকিট কাটা। সামলাতে হবে জুনিয়রদের। নাহলে ‘বিশেষ’ সমস্যা।’ কুণালের বক্তব্য, এখন সিনিয়র চিকিৎসকরা পুজোর সময় বেড়াতে যাবেন। তাঁদের কাজ সামলাতে হবে জুনিয়র ডাক্তারদের। তাই এখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চাইলে সিনিয়র ডাক্তারদেরই অসুবিধা।
আরও পড়ুনঃ তৃণমূলে উল্টো সুর! ‘উৎসবে’ ফিরছেন না ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর
জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন নিয়ে, কুণাল ঘোষের এদিন আরও দাবি, ‘দুই CPM, নকশাল(Nakshal) সিনিয়র এখন জুনিয়রদের বোঝাচ্ছেন আমরণ অনশন করতে। পুলিশ তুললে ছবিও হবে, কর্মসূচিও শেষ। সরকারকে আমার অনুরোধ, অনশন হলে নিরাপত্তায় পুলিশ থাকুক। কিন্তু অনশনে যেন সরকার হস্তক্ষেপ না করে। অনশন ওঁরা করলে করুন। কেউ অসুস্থ হলে জুনিয়র, সিনিয়ররা দেখবেন। তাঁরা বুঝবেন।’
দুই CPM, নকশাল সিনিয়র এখন জুনিয়রদের বোঝাচ্ছেন আমরণ অনশন করতে। পুলিশ তুললে ছবিও হবে, কর্মসূচিও শেষ। সরকারকে আমার অনুরোধ, অনশন হলে নিরাপত্তায় পুলিশ থাকুক। কিন্তু অনশনে যেন সরকার হস্তক্ষেপ না করে। অনশন ওঁরা করলে করুন। কেউ অসুস্থ হলে জুনিয়র, সিনিয়ররা দেখবেন। তাঁরা বুঝবেন।— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 4, 2024