Liquor Price: পুজোর মৌতাতে পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তের। রাজ্যে পুজোর সময়েই সম্ভবতঃ বৃদ্ধি পেতে চলেছে মদের দাম, এমনই খবর সূত্রের। আরও জানা গিয়েছে, দাম বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছিল কয়েকমাস আগে থেকেই। এবার বর্ধিত মূল্যের মদ বাজারে আসতে চলেছে। তবে মজুত পুরাতন কম মূল্যের মদ শেষ হলে তবেই নতুন দামে মদ বিক্রি শুরু হবে।
সূত্রের খবর, পুজোর সময়েই দাম বৃদ্ধি পাবে দেশি, বিদেশি সব রকম মদের। দাবি সত্যি হলে, ২০ থেকে ৪০ টাকা দাম বাড়বে বিয়ারের বোতলের। দেশি মদের দাম বোতল প্রতি ৫ টাকা বৃদ্ধির সম্ভাবনা। বিদেশি মদের ক্ষেত্রে দেশে তৈরি মদগুলির অপেক্ষাকৃত কম মূল্যের মদের দাম ১০ থেকে ৪০ টাকা এবং বেশি মূল্যের মদের দাম ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যেসব বিদেশি মদ এই দেশে বোতলজাত হয়, তাদের দাম ১৫০ থেকে ২০০ টাকা বাড়তে পারে। বিদেশ থেকে এই দেশে আমদানি করা মদের দাম ৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে৷
দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই সময়ে মদ বিক্রির পরিমাণ থাকে সবচেয়ে বেশি। বিগত বছরগুলিতে এই বিক্রির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে৷ ফলে রাজস্ব খাতে আয়ও বেড়েছে রাজ্যের। এই বছর সেই আয় আরও বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তা থেকেই পুজোর সময় মদের দাম বৃদ্ধির সম্ভাবনা বলে মনে করছে অভিজ্ঞমহল।