সাংসদ দেব (Dev) ভাইস চেয়ারম্যান হিসাবে পুনরায় বহাল সঙ্গে বীরসিংহ উন্নয়ন পর্ষদের নতুন সদস্য ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই। নতুন এই নির্দেশিকাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুইশত তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবর পর্ষদের চেয়ারম্যান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। সেই সঙ্গে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলে আসছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। কিন্তু গত লোকসভা ভোটের আগে আচমকা দেব ঐ পদ থেকে ইস্তফা দেন। জেলাশাসককে পদত্যাগপত্র পাঠান তিনি। যদিও সেই পদত্যাগ গৃহীত হয়নি। এবার নির্দেশিকা জারি করে বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে পুনরায় দেবকে বহাল করা হল। তাৎপর্যপূর্ণ ভাবে পর্ষদের নতুন সদস্য করা হয়েছে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইকে।
জেলায় তৃণমূলের দলীয় রাজনীতির প্রেক্ষিতে দেব-শঙ্কর পরস্পরের ‘বিরোধী’ হিসাবেই পরিগণিত হত রাজনৈতিক মহলে। করোনা পর্ব থেকে শুরু করে ঘাটাল উৎসবের কমিটি গঠন, একাধিক বিষয়ে তাঁদের মতবিরোধ বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। যদিও লোকসভা নির্বাচন সহ একাধিক সময়ে তাঁদের একত্র দেখা মিললেও রাজনৈতিক মতনৈক্য যে বিদ্যমান তা মানে জেলায় রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে উন্নয়ন পর্ষদে শঙ্করের অন্তর্ভুক্তি তাৎপর্যপূর্ণ। যদিও দলের একাংশের ব্যাখ্যা, দলীয় সংগঠনের পাশাপাশি প্রশাসনিকস্তরেও ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত।