Kunal Dev: টেক্কার প্ৰচারে কুণাল বন্দনা দেবের! কী বললেন?

Published On:

Kunal Dev: টেক্কার প্রোমোশনে গিয়ে কুণাল ঘোষকে কটাক্ষ করলেন দেব। চিৎকার করে উঠলেন স্টেজে। বলেন, ‘ও কুণালদা। কুণালদা ভালো আছেন?’ টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োতে এমনটাই দেখা গিয়েছে।

দেব কুণাল তর্জা সোশ্যাল মিডিয়ায় নতুন কিছু নয়। এই তো কিছুদিন সঙ্গেই, ঘাটালের এক উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীর নামের দেবের নাম বসানো নিয়ে, দেবকে খোঁটা দেওয়ার পর, দেব বলেন, ‘নমস্কার কুণাল দা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।’

কুণাল ছাড়ার পাত্র নন। পাল্টা দিয়ে বলেন, ‘দেব অধিকারী, দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট।যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।’

কুণাল সেবারেও ছাড়েননি, এবারেও ছাড়লেন না। দেবের আসন্ন ছবি টেক্কার ট্রেলার লঞ্চে এসে, দেব কুণালকে রসিকতা করে ডাকার পর, কুণাল বললেন, ‘হ্যাঁ ভাই। ভালো আছি। দুলাল জানালো। তুমিও ভালো থেকো।’ নেটিজেনরা দেব কুণালের ক্রমবর্ধমান এই লড়াই দেখে বলছেন, ‘যেন টম আর জেরির লড়াই চলছে।’

হ্যাঁ ভাই। ভালো আছি। দুলাল জানালো। তুমিও ভালো থেকো।Posted by Kunal Ghosh on Saturday, September 28, 2024