Best Gaming Phone in 15000 সেল চলছে এখন Amazon আর Flipkart-এ। বিভিন্ন নামীদামী মডেলের ফোনে চলছে অফার। এই সময়ে ফোন কেনার জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। ভালো কনফিগারেশনের দামি ফোনগুলি আয়ত্তের মধ্যে চলে আসে হামেশাই। ফোন বলতেই আমরা পারফরম্যান্স এর সঙ্গে খতিয়ে দেখি তার ডিসপ্লে এবং ক্যামেরা৷ কিন্তু আজকাল অনেকেই ফোনে গেম খেলেন। তা সে Battleground হোক বা Call of Duty, ভালো হার্ডওয়্যার কনফিগারেশন না থাকলে গেম মনোমত ভাবে চলবে না। সেই জন্য ঝালিয়ে নেওয়া দরকার র্যাম, প্রসেসর থেকে স্ক্রিনের রিফ্রেশ রেটিং।
দামি অনেক কোম্পানির ফোন রয়েছে যেগুলি গেমিংয়ের জন্য অসাধারণ। কিন্তু অত টাকা দিয়ে ফোন কেনা অনেকের কাছেই বিলাসিতা। তাই মোটামুটি ১৫ হাজার টাকার মধ্যে একটি ভালো গেমিং ফোনের সন্ধানে থাকেন অনেকেই। তেমনই এক ফোন হল realme Narzo 70 Turbo।
১৫ হাজার টাকার সেগমেন্টে শো স্টপার বলা যেতে পারে realme Narzo 70 Turbo কে। একদম নতুন ফোন। ১৬ সেপ্টেম্বর এসেছে ভারতের বাজারে। দাম কিঞ্চিৎ বেশি, কিন্তু এখন সেলে পেয়ে যাবেন ১৫ হাজারের আশেপাশে। ফোনটিকে এক কথায় অলরাউন্ডার বলা যেতে পারে। ভালো গেমিং, অসাধারণ পারফরম্যান্স, ভালো ব্যাটারি, ভালো ক্যামেরা সব কিছুই পাবেন ফোনটিতে।
র্যাম- 6 GB
প্রসেসর- MediaTek Dimensity 7300 Energy
পিছনের ক্যামেরা- 50 MP + 2MP
সেলফি ক্যামেরা- 16 MP
ব্যাটারি- 5000 mAh সঙ্গে 45W Ultra Charging
ডিসপ্লে- 6.67 ইঞ্চির OLED
এই ফোনটির আসল দাম যদিও ২০ হাজারের আশেপাশে, কিন্তু Amazon সেলে এখন কুপন অফারে মাত্র ১৫ হাজার টাকার পেয়ে যাবেন ফোনটি।