Dev: পুজোতেই মুক্তি পাবে শ্রীজিত মুখোপাধ্যায় পরিচালিত দেবের ছবি টেক্কা(Tekka)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মুভির ট্রিজার। ছবি মুক্তির আগেই দর্মশক মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছে সিনেমার(Movie) ট্রিজার থেকে শুরু করে পোস্টার। তবে পুজোর আগে ঠিক কবে ছবির ট্রেলার(TRAILER) মুক্তি পাবে, সেই প্রশ্ন নিয়েই দিন গুনছে ফ্যানেরা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। সম্প্রতি নিজের সমাজ মাধ্যমে টেক্কার ট্রেলার লঞ্চ সম্পর্কে মুখ খুললেন অভিনেতা সুপারস্টার দেব(Dev)।
কবে লঞ্চ হবে ‘টেক্কার’ট্রেলার(Tekka TRAILER)?
গত 13 সেপ্টেম্বর টেক্কার ট্রিজার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক শ্রীজিত মুখার্জি, প্রযোজক-অভিনেতা দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায় সহ টেক্কার গোটা টিম। এদিনই ট্রিজার লঞ্চ করার পাশাপাশি ছবি মুক্তির দিনও ঘোষণা করেন পরিচালক। অক্টোবরের 8 তারিখ অর্থাৎ পঞ্চমীর দিন পেক্ষাগৃহে মুক্তি পাবে দেব অভিনীত টেক্কা। ছবিটিতে প্রত্যেকের চরিত্র কতটা গুরুত্বপূর্ণ তা সিনেমার ট্রিজার দেখে কিছুটা আন্দাজ করা গিয়েছে। তবে পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। ট্রেলার আসবে কবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাঙালি সিনেমা প্রেমীদের মনে।
এবার সেই প্রশ্নের উত্তর দিলেন সুপারস্টার দেব। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে টেক্কার কিছু সিনের ছবি পোস্ট করে দেব লেখেন, “আমি যদি বলি কালকেই টেক্কার ট্রেলার আসছে তোমরা কি সেটা বিশ্বাস করবে”। অভিনেতার এহেন পোস্ট আসতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি ট্রেলার রিলিজ করার জন্য প্রস্তুত পরিচালক শ্রীজিত? এমন একাধিক প্রশ্নের পাশাপাশি জল্পনা বাড়ছে শনিবার ট্রেলার রিলিজ হবে কিনা তা নিয়েও। তবে অভিনেতার পোস্ট থেকে শনিবার টেক্কার ট্রেলার রিলিজ নিয়ে একটা আংশিক ধারণা করাটা খুব একটা ভুল হবেনা। যদিও উত্তর মিলবে কালই।
আরও পড়ুনঃ বাম নাকি তৃণমূল, নতুন সভাপতিকে পাশে নিয়ে কাদের বন্ধুত্ত্বের বার্তা দিলেন অধীর?
প্রসঙ্গত, বর্তমানে আর জি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। যেখানে মহিলা চিকিৎসকের সাথে ঘটা নারকীয় ঘটনায় শহরের মন ভারাক্রান্ত, এমন দুঃসময়ে ছবির প্রচার নিয়ে উঠেছিল নিন্দার ঝড়। যদিও, একাংশের সেই ভাবনাকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন অভিনেতা দেব। পুজোর আগে আরজি কর আবহে ছবি মুক্তি প্রসঙ্গে দেব বলেন, সিনেমা প্রতিবাদেরই অংশ। আর দূর্গা পুজোর সময়টা বহু মানুষের পেটে অন্ন যোগায়। তাই মানুষ প্রতিবাদেও থাকুক উৎসবেও থাকুক।
What if I say TRAILER coming tomorrow will u believe it ..🤫♦️♠️🩷♣️
Tekka 8th October in Cinemas ✌🏻Posted by Dev on Thursday, September 26, 2024