Bangladesh: বহু নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা, সবেতেই ভারতের ওপর নির্ভর করতে হয় পড়শি বাংলাদেশকে(Bangladesh)। বিভিন্ন সময়ে বহু জটিল রোগের চিকিৎসা করাতে ভারতে(India) এসে সুস্থ হয়ে দেশে ফিরেছেন এমন দৃশ্য অহরহ। তবে দুই দেশ তথা পারস্পরিক সম্প্রীতির মধ্যে ফাটল তৈরি করেছেন কিছু ভারত বিদ্বেষী কট্টরপন্থী মানুষ। নানান ভিডিও বার্তায় এবং সমাজ মাধ্যমে একাধিক পোস্ট শেয়ার করে ভারতের জনগণ তথা এদেশের খেলোয়াড় ও কলাকুশলীদের প্রতি কুৎসিত মনোভাব প্রকাশের দৃশ্য ফুটে উঠেছে বারবার। তেমনই এক বাংলাদেশী যুবকের সোশ্যাল বার্তা নজর কেড়েছে সিংহভাগেরই।
সোশ্যাল মিডিয়ায় ঠিক কী লিখেছিলেন ওই যুবক?
সম্প্রতি ‘ভয়েস অব বাংলাদেশী হিন্দু’ নামক এক্স হ্যান্ডেলে এক যুবকের দুটি ভিন্ন পোস্ট শেয়ার করা হয়েছে। হাসিবুল ইসলাম হাসিব নামক বাংলাদেশের ওই যুবক 26 আগস্ট একটি ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার স্টেটে গ্যাস পরিষেবা স্থগিত রেখেছে। ভারতকে বয়কট(Boycott India) করুন। ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে সমাজ মাধ্যমে ওই যুবকের করা পোস্ট ঘিরে তোলপাড় শুরু হলেও তার কিছুদিনের মধ্যেই ভারতীয় ভিসা(VISA) পাওয়ার কাতর অনুরোধ জানিয়ে ফের আরও একটি পোস্ট করেন ওই ব্যক্তি। যেখানে লেখা, আমার মা খুব অসুস্থ, তার স্তন ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার জন্য ভেলোরের সিএমসি হাসপাতালে নিয়ে যেতে চাই। কীভাবে দ্রুত ভিসা পাবো? যুবকের দুই পৃথক পোস্ট X মাধ্যমে পা রাখা মাত্রই নজর কেড়েছে অসংখ্য নেটিজেনের।
উল্লেখ্য, ভয়েস অব বাংলাদেশী হিন্দু নামক X হ্যান্ডেলটি বহুবার সে দেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচার ও নিরাপত্তাহীনতার খবর তুলে ধরেছে সামাজ মাধ্যমে। সম্প্রতি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতারচ্যুত হওয়ার পড়েই ওপার বাংলায় সংখ্যালঘুদের স্বাধীনতায় কোপ বসেছে। যদিও বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস বারংবার হিন্দু নিরাপত্তাকে প্রাধান্য দিলেও বাস্তবের চিত্র সম্পূর্ণ আলাদা। সদ্য পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে দুর্গাপুজোর জন্য 5 লক্ষ টাকা চেয়ে হুমকির চিঠি পাঠানো হয়েছে একাধিক হিন্দু মন্দির সহ পুজো কমিটি গুলিকে। সব মিলিয়ে, ডামাডোলের বাজারে হাসিবুল ইসলাম নামক ওই যুবকের পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।
Shameless Madrasachap. pic.twitter.com/mTr2rEonHR— Voice of Bangladeshi Hindus 🇧🇩 (@VHindus71) September 23, 2024