Udayan Guha Criticised TMC Leaders: বহুবার নিজের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে উঠে এসেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ(Uttarabanga unnayanamantri Udayan Guha)। বিভিন্ন সময়ে দলের প্রতিনিধি হিসেবে বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। গত মাসে আর জি কর কান্ডের(RG Kar Case) প্রতিবাদ জানিয়ে করা মিছিল নিয়ে মন্তব্য করেও বিতর্কের রোষ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন উত্তরবঙ্গের এই তৃণমূল নেতা(TMC Leader)। তবে এবার তার গলায় তৃণমূল বিরোধী সুর! সম্প্রতি দিনহাটার খট্টিমারির সভা থেকে দলের একাংশের বিরুদ্ধে কন্ঠ চড়িয়েছেন মন্ত্রী।
উদয়নের নিশানায় এবার তৃণমূলের নেতারা
নিজেকে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক হিসেবে প্রমাণ করেছেন উত্তরবঙ্গের বীর উদয়ন। বিভিন্ন সময়ে নিজের অযৌক্তিক এবং বেপরোয়া মন্তব্যের জন্য সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। তবুও থেমে থাকেননি তিনি। অতি সম্প্রতি দিনহাটার খট্টিমারির তৃণমূলের জনসভায় অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন। সেখানেই তৃণমূলের কিছু মধ্য ও নিম্ন স্থানীয় নেতাদের নিয়ে সরব হন তিনি।
আরও পড়ুনঃ ফ্রিজে মহিলার দেহের টুকরো, অপরাধী কী পশ্চিমবঙ্গে লুকিয়ে? চলছে খোঁজ
এদিন সভা থেকে উদয়ন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) মানুষের জন্য উন্নয়নের কাজ করে চলেছেন আর কিছু মানুষ তার উন্নয়নের কথা বলে নিজেরা পদ্মফুলে ভোট দিচ্ছেন। এরা দুধের মধ্যে চুনা ফেলে দিচ্ছে। অনেকেই মানুষের জনসংযোগের নামে সালিশি করতে গিয়ে টাকা নিচ্ছেন। কেউ কেউ আবার পারিবারিক সমস্যা কিংবা মেয়ের বিয়ে দেওয়ার জন্য তোলা হিসেবে টাকা তুলছেন। যা একেবারেই ঠিক নয়। এমন নেতা দলে থাকার প্রয়োজন নেই। এদিন মন্ত্রী আরও বলেন, যারা ভোটে জিতেছেন তারা কেউ বুথ দখল করে যেতেন নিই, মানুষের বিচারে জিতেছেন। তবে তার বাড়িতে এসে অনেকেই কিছু তৃণমূল নেতার কুকর্মের অভিযোগ জানিয়ে যাচ্ছেন।
আরও পড়ুনঃ প্রাক্তন বিচারপতি অভিজিতের সমালোচনা অরিত্রের, জানালেন হতাশা
প্রসঙ্গত, উদয়ন গুহ যে স্পষ্ট বক্তা তা প্রায় সকলেরই জানা। তবে বিভিন্ন সময়ে বেশ কিছু মন্তব্যের জন্য তাকে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে। যদিও বহু আগেই তার সম্পর্কে হওয়া সমালোচনা ও কটাক্ষ প্রসঙ্গে খোলসা করে দিয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু সম্প্রতি নিজের দলীয় কর্মীদের বিরুদ্ধে মন্ত্রীর এহেন মন্তব্য কি বিরোধীদের আরও জায়গা করে দিলো? নাকি দলের কোনও নতুন কৌশলের আভাস দিলেন দিনহাটার বিধায়ক? উত্তর এখনও অস্পষ্ট।