আর জি কর(RG Kar) আবহে পুজোর(Durga Puja) আগেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের(Kunal Ghosh) লেখা ও সুরে এবং সঙ্গীত শিল্পী রুপঙ্কর বাগচীর কণ্ঠে মুক্তি পেতে চলছে নতুন তিনটি গান। সমাজ মাধ্যমে শিল্পী রুপঙ্করের সাথে মুহূর্ত ভাগাভাগির সেই ছবি পোস্ট করে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল। নারী শক্তির উত্থান, প্রতিষ্ঠা ও অধিকারের সেই গানগুলি গায়ক রূপঙ্করের গলায় নতুন মাত্রা পাবে বলেই মনে করছেন একাংশ। সম্প্রতি কুণাল-রূপঙ্কর জুটির কাজ নিয়ে কয়েক বছর আগে জনপ্রিয় সংগীত শিল্পী কেকে- কে করা মন্তব্যের স্মৃতি উষ্কে রূপঙ্কর বাগচীকে(Rupankar Bagchi) কটাক্ষের সুরে বিঁধলেন বাম নেতা শতরূপ ঘোষ(Shatarup Ghosh)।
শতরূপের নিশানায় এবার রূপঙ্কর
অতি সম্প্রতি সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীর সাথে কাজের মুহূর্তের ছবি X হ্যান্ডেল সহ অন্যান্য সমাজ মাধ্যমে ভাগাভাগি করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। নেট মাধ্যমে কুণাল-রূপঙ্করের ছবি আসা মাত্রই সংগীত শিল্পী কে নিশানা করে ফেসবুক পোস্ট করেন বাম নেতা শতরূপ ঘোষ। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিরোধী দলের নেতা কুণালের পোস্টটি রিপোস্ট করে শতরূপ লেখেন, রূপঙ্করদা আজ রাত্তিরে একবার লাইভে এসে “Who is Kunal man???” বলে দিন তো…। বাম নেতার করা এই মন্তব্য ঝড় তুলেছে গোটা নেট দুনিয়ায়।
সংবাদমাধ্যমে কুণাল প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য শতরূপের
সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীকে নিশানা করে করা ফেসবুক পোস্ট প্রসঙ্গে সংবাদ মাধ্যমের তরফে বাম নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেশ কিছুদিন আগে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে অত্যন্ত অকথ্য ভাষায় মন্তব্য করেছেন। আবার সেই ব্যক্তির লেখা গান গাইছেন রূপঙ্কর দা। এই ঘটনা মেনে নেবার মতো নয়। যেই ব্যক্তি দীর্ঘদিন নারী বিদ্বেষী মনোভাব পোষণ করে তার লেখা গানই গাইলেন রূপঙ্কর বাগচী। রূপঙ্কর তার অত্যন্ত পছন্দের শিল্পী। তবে তিনি তৃণমূল নেতার লেখা গান গাইলেন। তাই গোটা ঘটনায় মুখ বুঝে থাকতে পারেননি এই সিপিএম নেতা।
আরও পড়ুনঃ সরকারি বিএসএনএল-এর ভবিষ্যৎ কী? গ্রাহক কী থাকবে টিকে?
প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সান্নিধ্যে এসে সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীর উক্তি, কুণাল দার লেখা গান আজ থেকে প্রায় তিন বছর আগে প্রথম গিয়েছিলেন। দাদার লেখা নতুন তিনটি গান গেয়ে তিনি অত্যন্ত খুশি এবং তৃপ্ত। একই সাথে বাম নেতা শতরূপ প্রসঙ্গে গায়কের মন্তব্য, ভাল গিটার বাজান শতরূপ, সেই কারণেই তাকে খুব ভালবাসেন রূপঙ্কর।