Ghatal Flood Jhargram: বন্যা দুর্গতদের পাশে ঝাড়গ্রাম, ত্রাণ বিলি কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রাক্তনীদের

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার

Ghatal Flood Jhargram school ex students help: দুর্গতদের পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম(Jhargram) কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রাক্তনী সংসদের সদস্যরা। ওই কর্মসূচির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিভিন্ন স্তরের মানুষজন। রবিবার পশ্চিম মেদিনীপুরের (Midnapore) ঘাটালের(Ghatal) বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছনোর আগে শনিবার দিনভর ত্রাণ সংগ্রহ করা হয়। এজন্য স্কুলের সামনে শিবির করা হয়েছিল।

স্কুলের প্রাক্তনী তথা প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত ও তাঁর স্ত্রী তনুকা সেনগুপ্ত খাবার, জামাকাপড়, বেডসিট, টর্চ জলের বোতল দিয়ে সাহায্য করেন, ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের চিড়ে, গুড় এবং বিস্কুট দিয়ে সাহায্য করে। এছাড়াও বহু সংস্থা ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করে। রবিবার ভোরে দু’টি পিক আপ ভ্যানে করে ত্রাণ সামগ্রী নিয়ে সুবীর ঘোষ, রোহিত সিনহা, সৌমেন মন্ডল, প্রতীক মৈত্র, সৌমেন মাহাতো, বিজয় সিং, তাপস রাউত, সুদীপ্ত নায়েক, তমাল চক্রবর্তী সহ মোট ১২ জন প্রাক্তনী ঘাটালের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুনঃ Horoscope: কর্মক্ষেত্রে চ্যালেঞ্জিং সময় শেষ হতে চলেছে এই রাশির,দেখে নিন রাশিফল

এদিন দিনভর ঘাটাল ব্লকের মনসুখা-১ গ্রাম পঞ্চায়েত ও মনসুখা-২ পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ত্রাণ বিলি করেন তাঁরা। প্রাক্তনী সংসদের সদস্যরা জানান, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রাক্তনী সংসদ বন্যা কবলিত মানুষের পাশে থাকার জন্য উদ্যোগ নিয়েছিল। তাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এগিয়ে এসে সাহায্য করেছেন। সেই ত্রাণ বন্যা কবলিত এলাকায় গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। বিশেষত যেসব এলাকায় এখনও সরকারি ত্রাণ পৌঁছয়নি সেই সব এলাকায় ত্রাণ দেওয়া হয়েছে।