Rail HS Pass Jobs: উচ্চমাধ্যমিক পাসে সাড়ে ৩ হাজার চাকরি রেলে, আবেদন করবেন কিভাবে?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Rail HS Pass Jobs Railways recruitment 2024: চাকরি(Jobs) প্রার্থীদের জন্য আবারও দারুণ সুযোগ নিয়ে এলো ভারতীয় রেল(Indian Rail)। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, 3 হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ(HS Pass) সকল পশ্চিমবঙ্গ তথা ভারতীয় ছেলে ও মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা রেলের শূন্য পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, বয়স, আবেদন মূল্য, মাসিক বেতন সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য থাকছে আজকের প্রতিবেদনে।

পদের নাম
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক

মোট শূন্যপদ
সংশ্লিষ্ট পদে চাকরির জন্য মোট 2022 টি শূন্যপদ খালি রয়েছে।

মাসিক বেতন
এই পদে কর্মরত ব্যক্তিদের প্রতি মাসে 21,700 টাকা করে বেতন দেওয়া হবে।

পদের নাম
ট্রেন ক্লার্ক

মোট শূন্যপদ
ট্রেন ক্লার্ক পদে চাকরির জন্য শূন্যপদ খালি রয়েছে 72 টি।

মাসিক বেতন
সংশ্লিষ্ট পদে আবেদনের পর চাকরিতে নিযুক্ত প্রার্থীরা প্রতিমাসে 19,900 টাকা করে বেতন পাবেন।

পদের নাম
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট

মোট শূন্যপদ
এই পদে চাকরির জন্য মোট শূন্যপদ রয়েছে 361 টি।

মাসিক বেতন
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট হিসেবে কাজ করলে প্রতিমাসে রেলের তরফে 19,900 টাকা দেওয়া হবে।

পদের নাম
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।

মোট শূন্যপদ
990 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

মাসিক বেতন
19,900 টাকা মাসিক বেতন পেয়ে যাবেন এই পদে চাকুরীরত ব্যক্তিরা।

শিক্ষাগত যোগ্যতা
রেলের উপরিউক্ত সবকটি পদে চাকরির জন্য প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিদ্যালয় থেকে অন্তত 50 শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। একইসঙ্গে পদ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাশ করার পাশাপাশি ইংরেজি এবং হিন্দিতে কম্পিউটার টাইপিং জানতে হবে।

বয়স
2025 সালের 1 জানুয়ারি হিসেবে, প্রতিটি পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। ST/SC/OBC সহ অন্যান্য বিভাগের প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন মূল্য
রেলের বিভিন্ন পদে আবেদন করতে হলে জেনারেল বিভাগের প্রার্থীদের অনলাইনে 500 টাকা এবং তপশিলি জাতি, উপজাতি সহ অন্যান্য প্রার্থীদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে।

আবেদন পদ্ধতি
অনলাইন মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে ভারতীয় রেলে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in – এ গিয়ে রেজিস্ট্রেশন করার পর লগইনের মাধ্যমে নিজের প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস দ্বারা আবেদনপত্র পূরণ করে আবেদন ফি জমা করতে হবে।

আবেদন শেষের তারিখ
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেলের উপরিউক্ত পদগুলিতে আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর 2024। তবে আবেদন মূল্য জমা করা যাবে 22 অক্টোবর পর্যন্ত।