Durga Puja of Rani Mukherjee: মুম্বাইয়ের বিখ্যাত দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম হল ‘মুখোপাধ্যায়’ বাড়ির পুজো। সেই সঙ্গে এই পুজোর রয়েছে বলিউড সংযোগ। এই পুজোটি রানী মুখার্জ্জির বাড়ির পুজো হিসেবে বিখ্যাত। সেই সঙ্গে পুজোয় থাকেন কাজল ও অজয় দেবগণ। আসলে কাজল সম্পর্কে রাণীর তুতোবোন। স্বাভাবিক ভাবে থাকেন কাজলের মা তনুজাও।
পুজোর চারটে দিন ব্যস্ততা ঘিরে থাকে রানী মুখোপাধ্যায়কে। সঙ্গে থাকেন কাজল। উপস্থিত থাকেন তনুজা, তনিশা, রানীর ভাই রাজা মুখোপাধ্যায় প্রমুখরা। এছাড়া দিনগুলিতে মুখোপাধ্যায় বাড়ির পুজোর মন্ডপে বসে যায় চাঁদের হাট। স্বপ্ন নগরীর এক এক তাবড় সেলিব্রেটি উপস্থিত হন এই পুজোয়। নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার শুরু ১৯৪৭ সালে। মুম্বইয়ের প্রবাসী বাঙালিদের কাছে এই পুজো ঐতিহ্য ও আবেগের মিশ্রণ। অমিতাভ, অভিষেক বচ্চন, জয়া বচ্চন থেকে ঋত্বিক রোশন, রণবীর কাপুর অনেকেই নিয়ম করে উপস্থিত হন এই পুজোয়। শুধু পুজোয় আসাই নয়, অনেকে নিজেরা হাত লাগান পুজোর কাজে।
মুখার্জি বাড়ির পুজোয় রীতি মেনে দেবীর বোধন থেকে শুরু করে সন্ধিপুজো, সিঁদুর খেলা সবই হয়। চারদিন ধরে ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া-দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়। বলিউডের বিখ্যাত সেলিব্রিটিরা ছাড়াও মুম্বাই প্রবাসী বাঙালিরা ও মুম্বাইয়ের সাধারণ মানুষও ভিড় করেন পুজো দেখতে।