Mohalaya 2024: মহালয়া কবে? কোন তিথিতে তর্পণের সময়? জেনে নিন সত্ত্বর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মহালয়ার (Mohalaya 2024) দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ সূচনা। অমাবস্যার এই তিথিতে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিন্ডদান, শ্রাদ্ধ করার রীতি প্রচলিত রয়েছে দীর্ঘকাল ধরে। আবার মহালয়ার গুরুত্ব এই বঙ্গদেশে অন্যরকম। মার্কণ্ডেয় পুরাণে দেবীর আদিশক্তির শক্তিরূপের বর্ণনা মেলে। সেই শক্তিস্বরূপিণী দেবীকে মাতৃরূপে আরাধনা করে বাঙালি। শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করে শারদীয়াতে হয় অকালবোধন। আর মহালয়া সেই দেবীর কৈলাস হতে মর্ত্যে আগমণ বার্তা।

এই বছর অর্থাৎ ২০২৪ সালে মহালয়া ২ অক্টোবর তথা ১৫ আশ্বিন, বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে ১ অক্টোবর রাত ৯/৪/৪৯ মিনিট হতে এবং শেষ হবে ২ অক্টোবর রাত ১১/৫/৩৭ মিনিট। এই বছর মহাপঞ্চমী পড়েছে ৮ অক্টোবর, ২১ আশ্বিন মঙ্গলবার।
মহাষষ্ঠী- ৯ অক্টোবর, ২২ আশ্বিন বুধবার
মহাসপ্তমী- ১০ অক্টোবর, ২৩ আশ্বিন বৃহস্পতিবার
মহাষ্টমী- ১১ অক্টোবর, ২৪ আশ্বিন শুক্রবার
মহানবমী- ১২ অক্টোবর, ২৫ আশ্বিন শনিবার
এই মহানবমী এবং দশমী পঞ্জিকা মতে একই দিনে পড়েছে।