Manoj Kumar Verma: আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবিকে মান্যতা দিয়ে রাজ্যের পুলিশ কমিশনার(CP) পদ থেকে সরানো হলো বিনীত গোয়েলকে(Vinit Goyal )। CP- র পাশাপাশি সরানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়েক এবং দেবাশিস হালদারকেও। গতকাল চিকিৎসকদের দেওয়া আশ্বাস রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কথামতো আজ বিকেল 4 টের সময় নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন মনোজ ভার্মা(Manoj Kumar Verma)।
বিনীত গোয়েলের(Vinit Goyal) জায়গায় কমিশনার হলেন মনোজ ভার্মা(Manoj Kumar Verma)
গতকালই কালীঘাটের বাসভবনে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার কথা জানান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের দেওয়া সেই কথা মঙ্গলবার কাটায় কাটায় মিলে গেল। সোমবার রাতে পুলিশ কমিশনারের বদলির সিদ্ধান্তের 24 ঘণ্টার মধ্যেই নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা। যদিও আন্দোলনকারী চিকিৎসকদের দাবি অনুযায়ী, বিনীত গোয়েল নিজেও এই পদ থেকে সরে যেতে চেয়েছিলেন। সূত্রের খবর, পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে এডিজি এসটিএফ করা হয়েছে বিনীতকে।
সরানো হয়েছে অন্যান্য আধিকারিকদেরও
আন্দোলনকারীরা আরজি করের মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের বিচারের দাবিতে যাদের পদত্যাগ আশা করেছিলেন তাদের প্রায় প্রত্যেককেই মঙ্গলবার পদ থেকে বরখাস্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবিতে সিলমোহর দিয়ে ইতিমধ্যেই সরানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও কৌস্তভ নায়েককে। একই সঙ্গে সরানো হলো DC নর্থ অভিষেক গুপ্তকেও। তার জায়গায় এসেছেন নতুন DC নর্থ দীপক সরকার।
আরও পড়ুনঃ বুধবার এএফসি লিগের প্রথম ম্যাচে মোহনবাগানের শত্রু রাভশান, কোন ছক কষছেন মোলিনা?
প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশীষ হালদার, কৌস্তব নায়েক এবং DC নর্থ সহ বেশ কয়েকজন আধিকারিক নিজেদের পদ হারিয়েছেন। অভিষেক গুপ্তকে পাঠানো হয়েছে EFR সেকেন্ড ব্যাটেলিয়নের CO করে। অন্যদিকে, জ্ঞানবন্ত সিংহ ও জাভেদ শামিম ইতিমধ্যেই নিজেদের পদ থেকে সরে যথাক্রমে এডিজি আইবি ও এডিজি আইনশৃঙ্খলা হয়েছেন। কাজেই টানা একমাসেরও বেশি সময় ধরে চলা জুনিয়র চিকিৎসকদের আন্দোলন যে একপ্রকার সাফল্যের পথে একথা প্রায় নিশ্চিত।