দুর্গোৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। তার আগেই মহিলাদের জন্য বড়সড় প্রকল্প চালু করলো রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা করে পেয়ে যাবেন মহিলারা। নারীদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে একাধিক প্রকল্প ইতিমধ্যেই চালু করেছে রাজ্য এবং কেন্দ্র। তবে এবার লক্ষীর ভান্ডারের পর নয়া প্রকল্প চালু করলো সরকার।
মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করল সরকার
ইতিমধ্যেই মহিলাদের জন্য রাজ্যে চালু রয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্প। যার মাধ্যমে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা প্রতিমাসে 1200 টাকা এবং সাধারণ বিভাগের মহিলারা 1000 টাকা করে মাসিক ভাতা পান। যেই দৃষ্টান্ত দেশের অন্য কোনও রাজ্যে সেভাবে লক্ষ্য করা যায়নি। তবে এবার মহিলাদের আর্থিক স্বচ্ছলতা বজায় রাখতে প্রতিমাসে, 1,500 টাকা করে দেবে মহারাষ্ট্র সরকার। গত আগস্ট মাসে চালু হওয়া ‘মাঝি লাডলি বহিন’ যোজনার মাধ্যমে প্রতিমাসে 1,500 টাকা পৌঁছে যাবে সে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
একনাথ শিন্ডে সরকারের তরফে জানানো হয়েছে 21 থেকে 65 বছর বয়সী সকল মহিলারা ‘মাঝি লাডলি বহিন’ যোজনার আওতায় প্রতিমাসে 1,500 টাকা করে পাবেন। তবে সেক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত। প্রথমত, সরকার প্রদত্ত এই অর্থ শুধুমাত্র প্রথম 5 বছরই দেওয়া হবে। তবে সরকারের দাবি, ক্ষমতায় এলে তারা এই প্রকল্প আবারও চালু করবে। এছাড়াও, যে সকল মহিলাদের পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম শুধুমাত্র তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ রাতের ভিডিও প্রকাশ্যে! এখনও চলছে চিকিৎসকদের আন্দোলন
প্রসঙ্গত, তপশিলি জাতি, উপজাতি, জেনারেল কাস্ট সহ যেকোনও সম্প্রদায়ের মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে মহিলাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক। কোনও রকম জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে চলবে না। সব মিলিয়ে, মহারাষ্ট্র সরকারের তরফে মহিলাদের জন্য ‘মাঝি লাডলি বহিন’ প্রকল্পের মতো বড় পদক্ষেপে খুশি সে রাজ্যের অসংখ্য মহিলা।