Midnapore: নাটক শেষে ‘জাস্টিসে’র সুর মেদিনীপুরে, দেবশঙ্কর-চৈতিরা বিচার চাইলেন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মেদিনীপুরে (Midnapore) নাটকের শেষেও ‘জাস্টিসে’র সুর নাট্যকর্মীদের গলায়। আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Case) ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে তিলোত্তমার হয়ে ‘বিচার’ চাইলেন দেবশঙ্কর হালদার, চৈতি ঘোষাল, বিপ্লব বন্দ্যোপাধ্যায়রা। অভিনয়ের মননে একাত্ম হল মেদিনীপুরের নাট্যপ্রেমী মানুষদের ‘বিচারের দাবি’! মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদনে একযোগে ধ্বনিত হল “জাস্টিস ফর আরজি কর” (Justice for RG Kar) স্লোগান।

শনিবার মেদিনীপুর শহরের তরুণ কবিদের উদ্যোগে প্রাচ্য নাট্যগোষ্ঠী আয়োজিত ‘খেলাঘর’ নাটকটি মঞ্চস্থ হল প্রদ্যোৎ স্মৃতি সদনে। নাটকে অভিনয় করেন দেবশঙ্কর হালদার, চৈতি ঘোষাল, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা দাস, শুভাশীষ চক্রবর্তী প্রমুখরা৷ মেদিনীপুরের তরুণ কবিদের সৌজন্যে মেদিনীপুর শহর সাক্ষী থাকলো এক অপরূপ নাট্য সন্ধ্যার। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুরু হয় নাটক। নাটক শেষ হওয়ার পর রাত্রি ৮টা ৪৫ মিনিট নাগাদ কলাকুশলীরা মঞ্চে নিজেদের বক্তব্য রাখেন। তারপর আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধ্বনিত হল “জাস্টিস ফর আরজি কর” স্লোগান।

আরজি করের ঘটনার প্রতিবাদে ও তিলোত্তমার বিচারের দাবিতে অনেক আগে থেকেই সরব হয়েছেন রাজ্যের নাট্য ব্যক্তিত্বরা। ঘটনার প্রতিবাদে অভিনেতা ও নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায় নাট্য অ্যাকাদেমি প্রদত্ত পুরস্কার ও আর্থিক সম্মাননা ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে ঘটনার প্রতিবাদে সরব হয়েছে জেলা শহর মেদিনীপুরও। বিচার চেয়ে মিছিল করেছেন ছাত্রছাত্রী, মেডিকেল পড়ুয়া, সাধারণ মানুষ সকলে। একাধিক মিছিলের পাশাপাশি পালিত হয়েছে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি। শনিবাসরীয় সন্ধ্যায় অনেকেই নাটক দেখতে এসেছিলেন হাতে প্রতিবাদী পোস্টার নিয়ে। নাটকের শেষে নাট্যকর্মীদের প্রতিবাদী স্লোগানে মিশে সরব হল মেদিনীপুরবাসীর প্রতিবাদী কন্ঠস্বর।