কনস্টেবল পদে চাকরি করতে চান? মাধ্যমিক পাশ হলে এখনই আবেদন করুন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় ইন্দো-তাইবেত বর্ডার পুলিশ ফোর্সে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারত তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। জানিয়ে রাখি, শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কনস্টেবল ড্রাইভার হিসেবে কাজে যুক্ত হতে পারবেন। মোট শূন্যপদ, বয়স সীমা, মাসিক বেতন সহ আবেদন পদ্ধতি নিচে আলোচনা করা হলো।

আরও পড়ুনঃ মোহনবাগান পেয়ে গেল আনোয়ার আলীর বিকল্প?

পদের নাম-ড্রাইভার কনস্টেবল

মোট শূন্যপদ
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট পদে চাকরির জন্য 545 টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা
ড্রাইভার কনস্টেবল পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
ড্রাইভার কনস্টেবল হিসেবে চাকরির জন্য আবেদন করতে চাইলে প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। একই সঙ্গে থাকতে হবে টু-হুইলার এবং ফোর-হুইলার ড্রাইভিং লাইসেন্স।

মাসিক বেতন
সংশ্লিষ্ট পদে কাজের জন্য নিয়োগ করার পর কর্মরত ব্যক্তিরা প্রতিমাসে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন পাবেন।

আবেদন মূল্য
ড্রাইভার কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করার আগে সমস্ত চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 100 টাকা জমা করতে হবে।

আবেদন প্রক্রিয়া
এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের শুধুমাত্র অনলাইন মাধ্যমে নিজেদের ফর্ম জমা করতে হবে। সঠিক পদ্ধতিতে আবেদন করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

প্রথমেই ইন্দো-তাইবেত বর্ডার পুলিশের চাকরির অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in -এ ভিজিট করতে হবে।

এরপর সেখানে নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগ ইন আইডি ও তৈরি করা পাসওয়ার্ড দিয়ে লগইন করে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য এবং ডকুমেন্টস আপলোড করে দিতে হবে।

ডকুমেন্টস আপলোড করার পর 100 টাকা আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে।

আবেদন শুরুর তারিখ
আগামী মাস অর্থাৎ অক্টোবরে 8 তারিখ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

আবেদন শেষের তারিখ
8 অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়ার শুরু হয়ে চলবে 6 নভেম্বর পর্যন্ত।