চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুর (Midnapore) স্টেশনে বরাত জোরে রক্ষা পেলেন এক মহিলা। স্টেশনে কর্তব্যরত এক মহিলা আরপিএফ কর্মীর তৎপরতায় প্রাণ বেঁচেছে তাঁর। শুক্রবার বিকালে খড়গপুর ডিভিশনের মেদিনীপুর স্টেশনের সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। যা দেখে ঐ মহিলা আরপিএফ কর্মীর প্রশংসা করছেন সকলে।
শুক্রবার বিকেল ৪ টা ১০ মিনিটে মেদিনীপুর-হাওড়া লোকাল মেদিনীপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল। সেই সময়ে একজন বয়স্ক মহিলা চলন্ত টেনে ওঠার চেষ্টা করেন। প্রকাশিত সিসিটিভি ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে ওঠার সময় নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে পড়ে যাচ্ছিলেন তিনি। তখন মেদিনীপুর স্টেশনের ১ নম্বর স্টেশনে ডিউটিতে ছিলেন আরপিএফ-এর লেডি কনস্টেবল এস বিশ্বাস। তিনি তৎপরতার সঙ্গে ছুটে এসে ঐ মহিলা যাত্রীকে রক্ষা করেন।
মেদিনীপুর স্টেশন কর্তৃপক্ষ শুক্রবারই এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে। যা দেখে ঐ মহিলা আরপিএফ কর্মীকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। সেই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে ওঠার বিষয়ে যাত্রীদের সতর্ক হওয়া উচিৎ বলে অভিমত সাধারণ মানুষজনের।