মেদিনীপুর (Midnapore) মেডিকেল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে বসবে ৮০০টিরও বেশি সিসিটিভি। সিসিটিভি লাগানো হবে পশ্চিম মেদিনীপুরের (Midnapore) অন্যান্য হাসপাতাল গুলিতেও। বৃহস্পতিবার জেলাশাসকের কার্যালয়ে জেলার হাসপাতালগুলির ও মেডিকেল কলেজের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। ঐ বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মৌসুমী নন্দী, সুপার ডাঃ জয়ন্ত রাউত প্রমুখরা। এছাড়াও জেলার অন্যান্য হাসপাতালের সুপার, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা শাসকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
পশ্চিম মেদিনীপুর জেলার মেডিকেল কলেজ সহ অন্যান্য হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ও তা আরও দৃঢ় করতে এইদিন একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা শাসকের কার্যালয়ে ওল্ড কনফারেন্স হলে বেলা সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই বৈঠক চলে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং হোস্টেলগুলিতে ৮১৮টি সিসিটিভি লাগানো দরকার। এখন প্রায় ৩৫০টি সিসিটিভি রয়েছে। বাকিগুলি লাগানো হবে। সেই সঙ্গে সিসিটিভি-র সংখ্যা বাড়ানো হবে ঘাটাল মহকুমা হাসপাতাল, খড়গপুর মহকুমা হাসপাতাল, শালবনী ও ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালেও।
সিসিটিভি ক্যামেরা লাগানো ছাড়াও মেদিনীপুর মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন হাসপাতালগুলিতে শৌচাগার, মহিলা চিকিৎসকদের বিশ্রামকক্ষ প্রভৃতিও নির্মিত হবে। এই সমস্ত কাজের জন্য আনুমানিক খরচের বাজেটও নির্ধারিত হয়েছে বৈঠকে। সেই মতো স্বাস্থ্য ভবনে আনুমানিক বাজেট পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে হাসপাতালগুলিতে।