মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) জামিন পেলেন কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিককে গ্রেপ্তার করেছিল ইডি। সেই মামলায় বৃহস্পতিবার তিনি জামিন পেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। তবে জামিনের উপর একাধিক শর্ত আরোপ করেছে আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য। জামিনের উপর চারটি শর্ত আরোপ করেছেন বিচারপতি। তাঁকে যেকোন সময় যাতে যোগাযোগ করা আয় সেজন্য তদন্তকারী অফিসারকে যোগাযোগের নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না হুমকি দেওয়া, ভয় দেখানো যাবে না। তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া তিনি বাইরে কোথাও যেতে পারবেন না।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ইডি গ্রেপ্তার করে মানিক ভট্টাচার্যকে। তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিককেও হেফাজতে নেওয়া হয়েছিল। পরে সুপ্রিম কোর্টে জামিন পান সৌভিক এবং কলকাতা হাইকোর্ট শতরূপা ভট্টাচার্যকে জামিন দিয়েছিল। মানিক জামিনের আবেদন করলেও তা গ্রাহ্য হয়নি। এই মামলায় তদন্ত করছে সিবিআইও। যদিও সিবিআই মানিককে গ্রেপ্তার করেনি। মানিক সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করলেও তাঁকে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট রক্ষাকবচও দিয়েছিল তাঁকে। মানিক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে ফের জামিনের আবেদন করেন। সেই মামলার শুনানি গত ২৯ আগস্ট শেষ হয়েছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে, রায় ঘোষণা স্থগিত ছিল। অবশেষে বৃহস্পতিবার জামিন পেলেন মানিক ভট্টাচার্য।