Kunal Ghosh: ‘রোদ্দুর রায় একটা জোকার’, গালাগালির প্রতিবাদে রোদ্দুরকে ধুয়ে দিলেন কুণাল

Last Updated:

Kunal Ghosh: আর জি কর কান্ডে(RG Kar Case) জল গড়িয়ে গিয়েছে অনেকটাই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন লেখা ও ভিডিও পোস্ট করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন রোদ্দুর রায়(Roddur Roy)। সম্প্রতি আর জি করে ঘটা নারকীয় ঘটনার প্রতিবাদে কুণাল ঘোষ(Kunal Ghosh) কে নিশানা করেন রোদ্দুর রায়। নিজস্ব ভঙ্গিতে এদিন রাজ্যের দলীয় মুখপাত্রকে তীর বিদ্ধ করেন তিনি। এবার সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিয়ে রোদ্দুর রায়কে তুলোধনা করলেন কুণাল(Kunal Ghosh)।

রোদ্দুর রায়ের গালাগালির স্টক নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ

প্রায়শই নিজের ভাষায় গালাগালি ব্যবহার করে প্রতিবাদ জানানোর অভিযোগ ওঠে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। এবারও তার অন্যথা হয়নি। তবে এবার রোদ্দুর রায়ের নিশানায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। কুনালকে ঘিরে করা পোস্ট ইতিমধ্যেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। যদিও তার পাল্টা জবাব দিতে পিছু পা হননি তৃণমূলের এই নেতা। বুধবার নিজের X হ্যান্ডেল থেকে রোদ্দুর রায়ের গালাগালির প্রতিবাদ জানিয়ে পোস্ট করেন কুনাল ঘোষ। রোদ্দুর কে উদ্দেশ্য করে করা কুনালের এই পোস্ট চোখে পড়ার মতো।

আরও পড়ুনঃ বদল হবে সিস্টেমে, চিকিৎসকদের খোলামনে আলোচনায় ডাক ডিজির

X হ্যান্ডেলে রোদ্দুর রায়কে আক্রমণ কুনালের
11 তারিখ রাতে X হ্যান্ডেল থেকে একটি পোষ্টের মাধ্যমে রোদ্দুর রায়কে জোকার সম্মোধন করে কুনাল ঘোষ বলেন, রোদ্দুর রায় যে তাকে গালাগালি দিয়ে ভিডিও বানিয়েছে সেই সম্পর্কে তিনি অভিহিত। তিনি যে সব ভিডিও বানিয়ে অন্যদের কাছে হিরো প্রমাণিত হয় তারা আসলে ছাগল। তার এই সময়ে কুনাল অনেক আগেই পার করে এসেছেন। এরপর নিজের অবস্থান জানিয়ে কুনাল আরও বলেন, গল্প, উপন্যাস নিয়ে পড়ে আছেন বলে যে তিনি ব, খ, গ অর্থাৎ আদ্যপ্রান্ত গালাগালি জানেন না এমনটা নয়। কেউ যদি তাকে ফের গালাগালি দিয়ে কিছু বলেন তাহলে তার সাথেও তিনি একই ব্যবহার করবেন।