Government Jobs: এইট পাশ যোগ্যতায় রাজ্যের সরকারি দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Government Jobs: পশ্চিমবঙ্গের চাকরি(WB Government jobs) প্রার্থীদের জন্য রাজ্যের সরকারি দফতরের তরফে বিরাট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অষ্টম শ্রেনী পাশ যোগ্যতায় গ্রুপ ডি সহ বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক পাশ যোগ্যতার ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, কোন কোন পদে চলছে কর্মী নিয়োগ, বেতনই বা কত? যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে এই প্রতিবেদনে।

পদের নাম
Cook পদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা অষ্টম শ্রেণী পাশ করলেই সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও রান্নার কাজে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন
Cook হিসেবে কাজ করলে প্রতি মাসে 7,000 টাকা করে বেতন পাঠিয়ে দেওয়া হবে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

পদের নাম
Helper

শিক্ষাগত যোগ্যতা
হেল্পার পদে কাজ করতে চাইলে প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। একইসঙ্গে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন
প্রতিমাসে 5,000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।

পদের নাম
Darwan

শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করলেই হবে।

মাসিক বেতন
এই পদে কর্মরত ব্যক্তিদের প্রত্যেক মাসে 6,000 টাকা করে বেতন দেওয়া হবে। কাজের সময়ের সাথে সাথে বেতন বাড়বে।

পদের নাম
Matron

শিক্ষাগত যোগ্যতা
এই পদে কাজ করতে চাইলে প্রার্থীদের যেকোনও বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

মাসিক বেতন
যারা এই পদে কাজ করবেন তাদের প্রতিমাসে 9,000 টাকা করে বেতন দেওয়া হবে।

আরও পড়ুনঃ হাতুড়ির ঘায়ে চুরমার বন্দে ভারতের কাঁচ, ভাইরাল হয়েছে ভিডিও

কীভাবে আবেদন করবেন?
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেকটি পদে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। সরকারি দফতরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে তা পূরণ করে নিচে দেওয়া ঠিকানায় জমা করে আসলেই হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা
Administrative Building (Room No. 23), The Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Karnajora, Raiganj, Uttar Dinajpur, Pin- 733130

আবেদনের শেষ তারিখ
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া চলবে আগামী মাস অর্থাৎ 4 অক্টোবর পর্যন্ত।

প্রসঙ্গত, অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ যোগ্যতা ছাড়াও সরকারি দফতরের বিজ্ঞপ্তিতে গ্রাজুয়েশন বা স্নাতক যোগ্যতায় Superintendent পদে নিয়োগ তথ্য প্রকাশ করা হয়েছে। এই পদে কর্মরত ব্যক্তিরা প্রতিমাসে 15,000 টাকা করে বেতন পাবেন।