RG Kar: রাজ্য জুড়ে ‘অভয়া ক্লিনিক’, আন্দোলনের মাঝেও নাগরিক পরিষেবা জুনিয়র চিকিৎসকদের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আরজি কর কাণ্ড (RG Kar) নিয়ে আন্দোলনের মাঝেও রাজ্য জুড়ে ‘অভয়া ক্লিনিক’ চালিয়ে যাচ্ছেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। ব্যতিক্রম নয় মেদিনীপুরও। প্রত্যহ সকালে আয়োজিত হচ্ছে অভয়া ক্লিনিক। রোগী দেখছেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার সমস্ত মেডিক্যাল কলেজেও চলছে অভয়া ক্লিনিক।

কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। ঘটনার পর থেকেই আন্দোলনে নেমেছেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। এই কর্মবিরতির ফলে রোগীরা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু সেই দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠছে। সারা রাজ্যেই মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা ‘অভয়া ক্লিনিক’ চালাচ্ছেন। মেডিক্যাল কলেজগুলির পাশাপাশি কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে সেই ক্লিনিক। সেখানে রোগী দেখছেন জুনিয়র চিকিৎসকরা৷ অন্যদিকে জুনিয়রদের পাশে এসে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। মেডিক্যাল কলেজগুলিতে পরিষেবা প্রদান করছেন তাঁরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজেও সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ‘অভয়া ক্লিনিক’ চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।

অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে আন্দোলন জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে তিনটে থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না দিচ্ছেন তাঁরা। ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও সেই ধর্না অব্যহত। মোট পাঁচ দফা দাবি তুলে ধরেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। সেই মর্মে মুখ্যমন্ত্রীকে ইমেলও পাঠিয়েছেন তাঁরা।