Rahul Gandhi: মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক(Democrats in the US Congress) সদস্য ইলহান ওমরের সঙ্গে রাহুল গান্ধীর(Rahul Gandhi) সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ইলহান ওমরই পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের(Pakistan) অংশ বলে দাবি করেছিলেন। কাজেই ভারত বিরোধী মানসিকতার একজনের সাথে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর(Congress Leader Rahul Gandhi) দেখা করাটাকে মোটেই ভাল চোখে দেখছে না বিজেপি(BJP)। রাহুলের এই কীর্তি জুড়ে নিন্দার ঝড় উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের অন্দরে। যার প্রভাব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসে পড়েছে।
রাহুলের নিন্দায় সরব বিজেপির অমিত মালব্য
ভারত জোড়ো যাত্রার পর থেকেই দেশের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দেশের মানুষ যে তাকে পছন্দ করছেন তার প্রমাণ সোশ্যাল মিডিয়া স্বয়ং । বিভিন্ন সময়ে তাকে নিয়ে নানান বিতর্কের ঝড় ওঠে। এবার পুণরায় আবারও বিতর্কে জড়ালেন তিনি। ইলহান ওমরের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে X হ্যান্ডেলে রাহুল গান্ধীকে তুলোধোনা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য(Amit Malviya)।
X হ্যান্ডেলে রাহুলকে নিশানা অমিতের
বুধবার রাহুল গান্ধী কে কটাক্ষ করে X হ্যান্ডেলে পোস্ট করেন অমিত মালব্য। সেখানে তিনি বলেন, পাকিস্তানের মদতপুষ্ট ভারত বিরোধী ইলহান ওমরের সঙ্গে যোগাযোগ রাখেন রাহুল গান্ধী। এদিন অমিতের কথায়, একজন কট্টরপন্থী এবং আজাদ কাশ্মীরের সমর্থকের সাথে রাহুল গান্ধীর যোগাযোগ যে একেবারেই ভাল চোখে দেখছেন না তিনি তা পরিষ্কার হয়ে গিয়েছে। এছাড়াও পাকিস্তানের মতো উগ্রপন্থী দেশের সাথে কাজ করছে কংগ্রেস এ কথাও উঠে আসে বিজেপির আইটি সেল প্রধানের কথায়।
আরও পড়ুনঃ ভারতকে ভয় বাংলাদেশের, পাকিস্তানকে হারিয়েও স্বস্তিতে নেই লিটন দাস
অমিত মালব্য আরও জানান যে, পাকিস্তান উগ্রপন্থীদের সাথে যোগসাজশের বিষয় যথেষ্ঠ সতর্ক হয়ে গিয়েছে। যা সাধারণত ভারতের জন্য ঠিক নয়। আর পাকিস্তানের এই বিষয়ে বিভিন্ন দিক থেকে সাহায্য করছে কংগ্রেস। সবমিলিয়ে
রাহুল গান্ধীর মতো একজন জননেতার সাথে ইলহান ওমরের দেখা করাটাকে একদমই হালকা ভাবে নিচ্ছে না বিজেপি। সিংহ ভাগেরই দাবি, রাহুল গান্ধীর এই কাজ বিজেপিকে আরও সমালোচনার জায়গা করে দিল। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি কংগ্রেস সাংসদ।