স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): পঞ্চাশ টাকা ধার নিয়ে ফেরত দিতে পারায় বন্ধুর লাঠির আঘাতে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে জামবনি(Jamboni) থানার পুলিশ।
রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে জামবনির(Jamboni) সানগ্রামে। পুলিশ জানিয়েছে সানগ্রামের বাসিন্দা মৃত ওই কিশোরের নাম বুদ্ধেশ্বর শবর (১৫)। স্কুল ছুট বুদ্বেশ্বর ও তার সময়বসী বন্ধু (অভিযুক্ত নাবালক হওয়ায় নাম প্রকাশ করা যাবে না) দিনমজুরির কাজ করত। কয়েকদিন আগে কাজের মজুরি হিসেবে প্রত্যেকে আড়াইশো টাকা করে পেয়েছিল। কিন্তু মালিক ৫০০ টাকার নোট দেওয়ায় সেটি ভাঙিয়ে বুদ্ধেশ্বর নিয়েছিল ৩০০ টাকা আর খুচরো না থাকার জন্য বন্ধুকে দিয়েছিল ২০০ টাকা।
আরও পড়ুনঃ বাবা মাকে জুতোপেটা, গুণধর পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ
রবিবার রাত ৮ টা নাগাদ সানগ্রামের একটি দোকানের তাঁদের দুজনের দেখা হয়। তখন বন্ধুটি ৫০ টাকা চায়। এই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। এরপরই বুদ্বেশ্বরকে একটি লঠি দিয়ে মাথার পিছন দিকে তার বন্ধু আঘাত করে বলে অভিযোগ। উদ্ধার করে বুদ্বেশ্বরকে ঝাড়গ্রাম(Jhargram) মেডিক্যাল কলেজ হাসপাতালে (Jhargram Medical Collage Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাপগাড়ি পঞ্চায়েতের এক সদস্যের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কিন্তু নাবালক হওয়ার কারণে অভিযুক্তকে সোমবার ঝাড়গ্রাম জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়। জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারক অভিযুক্তকে পূর্ব মেদিনীপুরের(East Medinipur) একটি কিশোর হোমে রাখার নির্দেশ দেন।