RG Kar Case: দিকে দিকে এখন প্রতিবাদের একটাই ভাষা, ‘We Want Justice’, ‘বিচার চাই আমরা’। ডাক্তার বদ্যি থেকে সাধারণ মানুষ যেন দাউদাউ করে জ্বলে উঠেছেন। তিলোত্তমার বিচার চেয়ে চলছে মোমবাতি হাতে মিছিল। শান্তিপূর্ণভাবে অভয়রা বিচার দাবি করছেন মানুষ।
আরজি কর(RG Kar) মেডিক্যাল কলেজের একজন জুনিয়র তরুণী ডাক্তারের হত্যাকাণ্ড এখন হাই-প্রোফাইল ধর্ষণ-খুনের মামলা হয়ে দাঁড়িয়েছে। তারই ন্যায়বিচারের জন্য এদিন পিছিয়ে থাকলেন না আইনজীবীরাও। হাইকোর্টে চত্ত্বরে প্রতিবাদের জন্য জড়ো হয়েছিল আইনজীবীদের(Lawyer) একটা বড় দল। ‘জাস্টিস ফর আরজি কর’ ব্যানার হাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন তাঁরা। উল্লেখযোগ্যভাবে, এদিনের প্রতিবাদে ছিলেন বিশ্বরূপ ভট্টাচার্যও। আর জি কর মামলায়, সন্দীপ ঘোষের আইনজীবী ছিলেন তিনিই।
বলা বাহুল্য, এমন পরিস্থিতিতে সন্দীপ ঘোষের(Sandip Ghosh) আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য হয়ে উঠেছেন বিতর্কিত ব্যক্তিত্ব। এর আগে অভিযুক্ত সন্দীপ ঘোষকে বাঁচাতে গিয়ে, তিনি আদালতে যুক্তি দিয়েছিলেন যে ঘোষকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছিল এবং দাবি করেছিলেন যে তাঁর বিরুদ্ধে জনগণের ক্ষোভ জাগিয়ে তোলার ইচ্ছাকৃত চেষ্টা করা হয়েছিল। যদিও, আদালত এখনও ঘোষের নির্দোষ প্রমাণের সুস্পষ্ট প্রমাণ খুঁজে পায়নি।
সেই কারণেই জুনিয়র ডাক্তার হত্যার তদন্তে মেডিকেল দুর্নীতির সাথে সম্পর্কিত গুরুতর বিষয়গুলি নিয়ে জোরকদমে তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। গত সোমবার সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। নির্বিঘ্নে তদন্তের কাজ চালিয়ে যাওয়ার জন্য তাঁকে আট দিনের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ ‘এক চড়ে দুটো গাল….’ – বিডিওকেই চড় মারার হুমকি বিধায়কের, কী এমন ঘটল বাঁকুড়ায়
এদিকে, এদিন ‘জাস্টিস ফর আরজি কার’ ইভেন্টে ভট্টাচার্যের অংশগ্রহণ প্রত্যেকেরই ভ্রু তুলেছে। ঘোষের প্রতিরক্ষাকারী এখন বিচার দাবিতে! উঠেছে প্রশ্ন। তবে এই বৈপরীত্য নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। কিন্তু অন্যান্য আইনজীবীদের দাবি, খুন হওয়া ছাত্রীর বিচার চাওয়ার জন্যই ভট্টাচার্য অংশগ্রহণ করেছেন। ঘোষ বা তাঁর প্রতিরক্ষার করার জন্য ভট্টাচার্যের দিকে যে আঙুল উঠেছে, তা নামানোর জন্য একেবারেই নয়।